BCCI-ও রাখছে ভরসা! গৌতম গম্ভীর কোচ হলে ভোল পাল্টাবে টিম ইন্ডিয়ার, হবে এই ৫ টি লাভ

বাংলা হান্ট ডেস্ক: একদিকে যেমন বর্তমানে ক্রিকেট অনুরাগীদের চোখ রয়েছে T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) দিকে, পাশাপাশি ভারতীয় দলের (India National Cricket Team) নতুন কোচ কে হচ্ছেন সেদিকেও আগ্রহ রয়েছে সবার। BCCI (Board of Control for Cricket in India) শেষপর্যন্ত কাকে কোচ হিসেবে নির্বাচিত করেন সেটাই এখন দেখার বিষয়। যদিও, কোচ হওয়ার দৌড়ে এখন অনেকটাই এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, T20 বিশ্বকাপের পরেই মেয়াদ শেষ হচ্ছে ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের। এমতাবস্থায়, এই টুর্নামেন্টের পরেই নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন গম্ভীর। এদিকে, গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নিলে সেক্ষেত্রে বিভিন্ন দিক থেকে মিলবে লাভ। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

১. ভারতীয় দল পাবে মজবুত বেঞ্চ: কৌশলগতভাবে দল পরিচালনার ক্ষেত্রে গম্ভীর যথেষ্ট অভিজ্ঞ। এমতাবস্থায়, তিনি কোচ হলে সামগ্রিকভাবে ভারতীয় দলের বেঞ্চ নিঃসন্দেহে শক্তিশালী হবে। পাশাপাশি, কোনো বড় খেলোয়াড় চোটের সম্মুখীন হলে তাঁর জায়গায় সুযোগ পাবেন প্রতিভাবান তরুণ খেলোয়াড়েরা। আর এইভাবে একাধিক ম্যাচ উইনার তৈরি হতে পারে।

   

২. বিশ্বকাপের মত টুর্নামেন্টে জেতা যাবে: গৌতম গম্ভীর দলের প্রধান কোচ হলে ভারতীয় দলের খেলোয়াড়রা বড় বড় টুর্নামেন্টেও জয় হাসিল করতে সক্ষম হবেন। সেইভাবেই দলকে গড়ে তুলবেন তিনি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গৌতম গম্ভীর ২০০৭ সালের T20 বিশ্বকাপ থেকে শুরু করে ২০১১ সালের ODI বিশ্বকাপেও ম্যাচ উইনিং পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। এমতাবস্থায়, বিশ্বকাপ ফাইনালের মতো বড় ম্যাচে কিভাবে চাপ সামলে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নিতে হয় তা গম্ভীর ভালোভাবেই জানেন।

Team India will have these 5 gains if Gautam Gambhir is the coach.

৩. বিরাট-রোহিতদের মতো অভিজ্ঞ খেলোয়াড় তৈরি হবে: বর্তমান সময়ে ভারতীয় দল বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো অভিজ্ঞ প্লেয়ারদের ওপর খুব বেশি নির্ভরশীল। এমতাবস্থায়, গম্ভীর কোচিংয়ের মাধ্যমে ভবিষ্যতের কথা মাথায় রেখে বিরাট-রোহিতদের মতোই বড় তারকা প্লেয়ার তৈরি করতে পারেন। যাঁরা পরবর্তী ক্ষেত্রে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

আরও পড়ুন: ঝুলে রয়েছে হাসিনের সাথে ডিভোর্স মামলা! এবার সানিয়াকে বিয়ে করছেন শামি? শুরু তুমুল জল্পনা

৪. প্রতিটি ফরম্যাটের জন্য আলাদা দল: অনুমান করা হচ্ছে যে, গম্ভীর যদি ভারতীয় দলের হেড কোচ হন সেক্ষেত্রে তিনি ক্রিকেটের প্রতিটি ফর্ম্যাটের জন্য আলাদা আলাদা দল তৈরি করবেন। অর্থাৎ, তাঁর কোচিংয়ে টেস্ট থেকে শুরু করে ODI এবং T20-তে আলাদা আলাদা দল খেলবে। সেক্ষেত্রে গম্ভীর প্রতিটি ফর্ম্যাটের দলের ওপর বিশেষ নজর দিতে পারবেন।

আরও পড়ুন: তিব্বত নিয়ে চিনকে প্রত্যাঘাত আমেরিকার! ক্ষততে এবার নুন ছেটাল ভারতও, ছটফট করছে বেজিং

৫. বিদেশের মাটিতে বেশি করে ম্যাচ জেতা: বর্তমান ভারতীয় দলের দেশের মাটিতে সিরিজ জেতার ক্ষেত্রে ভালো পরিসংখ্যান থাকলেও বিদেশের মাটিতে জয়ের রেকর্ড কিছুটা কম। আর গম্ভীর এই দিকটিতেও ভালোভাবে নজর দিতে চান। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় দল অস্ট্রেলিয়ায় দু’বার টেস্ট সিরিজ জিতে গেলেও দক্ষিণ আফ্রিকায় এখনও খাতা খুলতে পারেনি। গম্ভীর এই দিকগুলিতে জোর দিতে চান। পাশাপাশি সামগ্রিকভাবে, দলের আগ্রাসন বৃদ্ধির দিকেও যথেষ্ট নজর দেবেন গম্ভীর।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর