অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T20 সিরিজে কোমর বেঁধে নামবে ভারত! কেমন হবে প্রথম ম্যাচের প্লেয়িং ইলেভেন?

Published on:

Published on:

Team India will now play a T20 series against Australia.

বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ODI সিরিজে টিম ইন্ডিয়া (Team India) ২-১ ব্যবধানে হেরেছে। এখন, ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যার প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২৯ অক্টোবর থেকে। টিম ইন্ডিয়া যেকোনও মূল্যে এই সিরিজ জিততে চাইবে। এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম T20 ম্যাচের আগে ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার পার্থিব প্যাটেল তাঁর প্লেয়িং ইলেভেন নির্বাচন করেছেন।

পার্থিব প্যাটেলের নির্বাচিত প্লেয়িং ইলেভেন (Team India):

উল্লেখ্য যে, পার্থিব প্যাটেল তাঁর দলে অভিষেক শর্মা এবং শুভমান গিলকে ওপেনার হিসেবে রেখেছেন। এছাড়াও, তিনি ৩ নম্বরে তিলক ভার্মাকে বেছে নিয়েছেন। পাশাপাশি, দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে রেখেছেন ৪ নম্বরে। অভিষেক এবং তিলক ভার্মা সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন। সম্প্রতি সম্পন্ন হওয়া এশিয়া কাপ ২০২৫-এ অভিষেক ৭ টি ম্যাচে ২০০ স্ট্রাইক রেটে ৩১৪ রান করেন। অন্যদিকে, তিলক ভার্মা ৬ ইনিংসে ৭১ গড়ে ২১৩ রান করেছিলেন।

Team India will now play a T20 series against Australia.

সঞ্জু স্যামসনকেও অন্তর্ভুক্ত করেছেন: পার্থিব উইকেটরক্ষক-ব্যাটার (Team India) হিসেবে ৫ নম্বরে সঞ্জু স্যামসনকেও অন্তর্ভুক্ত করেছেন। এরপর তিনি অক্ষর প্যাটেলকে একমাত্র স্পিনার হিসেবে বেছে নিয়েছেন। উল্লেখ্য যে, তিনি দল থেকে তারকা স্পিনার কুলদীপ যাদবকে বাদ দিয়েছেন।

আরও পড়ুন: ৫ বছরে ২,১৩৪ শতাংশের রিটার্ন! এই মাল্টিব্যাগার শেয়ারে রকেটের গতি, মালামাল বিনিয়োগকারীরা

এছাড়াও, পার্থিব জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী এবং অর্শদীপ সিংকে প্রধান বোলার (Team India) হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। ভারতের প্রাক্তন এই ক্রিকেটার তাঁর দলে ২ জন ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে শিবম দুবে এবং নীতিশ কুমার রেড্ডিকেও অন্তর্ভুক্ত করেছেন।

আরও পড়ুন: ছট পুজোর দিন বাড়ি থেকে ১,৭০০ কিমি দূরে বৈভব সূর্যবংশী! কোথায় রয়েছেন তারকা ব্যাটার?

পার্থিব প্যাটেলের প্লেয়িং ইলেভেন: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী এবং অর্শদীপ সিং।