বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছুদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ভারতের এশিয়া কাপের (2023 Asia Cup) গ্রূপ পর্বের ম্যাচটি শেষ করা যায়নি। বৃষ্টি বিঘ্ন ঘটানোয় ভারতের ইনিংসের পরে আর দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করা যায়নি। ফলে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। পাকিস্তান পৌছে গিয়েছে সুপার ফোর পর্যায়ে। ভারতীয় দলও (Indian Cricket Team) নেপালের বিরুদ্ধে ম্যাচটি জিতে পৌঁছেছে দ্বিতীয় রাউন্ডে। এরপর সুপার ফোর পর্যায়ে পাকিস্তানি একটি ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচে তারা বাংলাদেশকে দাপট দেখিয়ে উড়িয়ে দিয়েছে।
আজ রোহিত শর্মা নিজের ওডিআই কেরিয়ারের একটি বিশেষ মাইলফলক স্পর্শ করবেন। হিটম্যান নিজের ৩০০ তম ওডিআই ম্যাচটি খেলতে নামছেন। ভারতীয় দলের হয়ে হাতেগোনা কয়েকজন তারকা ক্রিকেটার এই মাইলফলক ছুঁতে পেরেছেন। কোনও সন্দেহ নেই যে বর্তমান ভারতীয় অধিনায়ক এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে চাইবেন ফর্মে থাকা পাকিস্তানকে হারিয়ে।
কিন্তু পূর্ব অভিজ্ঞতা তার পক্ষে কথা বলছে না। আমরা যদি ইতিহাস নিয়ে চর্চা করি তাহলে দেখা যাবে যে রোহিত শর্মা নিজের শততম এবং ২০০ তম ওডিআই ম্যাচে বড় রানের দেখা পাননি হিটম্যান। তাই তার ওপর অত্যন্ত বেশি ভরসা করা যাচ্ছে না। পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচেও তার অবস্থা খুব একটা সুবিধার ছিল না। আর নেপালের বিরুদ্ধে বড় রান পেলেও প্রথম দিকে যখন বল হাওয়ায় নড়াচড়া করছিল তখন তাকে সমস্যায় পড়তে হয়েছিল। তাই এই ম্যাচে ভারতের সবচেয়ে বড় আস্থার জায়গা হতে চলেছেন বিরাট কোহলি।
ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা বিরাট কোহলি। অবশ্য এই কথা এমনি এমনি বলা হচ্ছে না, তার একটা বিশেষ কারণ রয়েছে। বিরাট কোহলি কলম্বো অর্থাৎ আজকের ভারত বনাম পাকিস্তান ম্যাচের ভেন্যুতে অত্যন্ত সফল। এই বিশেষ স্টেডিয়ামে তার ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটেছে অতীতে। তাই মনে করা হচ্ছে আজ তিনি ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠতে পারেন। কলম্বোতে খেলা শেষ ৩ ইনিংসে বিরাট কোহলির স্কোর যথাক্রমে ১২৮* (১১৯), ১৩১ (৯৬) ও ১১০* (১১৬)। আগামীকাল শাহীন শা আফ্রিদি বা নাসিম শাহদের বিরুদ্ধে তার এই ছন্দ কি বজায় থাকবে?
তবে এদিন শুধুমাত্র বিরাট কোহলি নন, ফর্মে থাকা পাকিস্তানকে আটকাতে গেলে গোটা দলের ভালো খেলাটা দরকারি। সেইজন্য দলে একটা পরিবর্তন করতে পারেন রোহিত শর্মা। শার্দূল ঠাকুর ও শ্রেয়স আইয়ার এই ম্যাচে মাঠের বাইরে বসতে পারেন। তাদের বদলে যশপ্রীত বুমরার পাশাপাশি দলে জায়গা হতে পারে লোকেশ রাহুল বা অক্ষর প্যাটেলের মধ্যে একজনের।
আরও পড়ুন: দ্রাবিড়ের চরম সিদ্ধান্ত! কোনও সুযোগ না দিয়েই প্রতিভাবান এই তারকাকে ভারতীয় দল থেকে বাদ দিল BCCI
সম্ভাব্য ভারতীয় একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ