দ্য কাশ্মীর ফাইলসের প্রশংসা প্রধানমন্ত্রীর, নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ছবির কলাকুশলীরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে চর্চার শীর্ষে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। কাশ্মীরে পণ্ডিতদের দুর্দশার ছবিই পরিচালক তুলে ধরেছেন এই ছবি মাধ্যমে। বহু প্রতিকূলতা পেরিয়ে এসে আপাতত বক্স অফিস কাঁপাচ্ছে এই ‘বিতর্কিত’ ছবি। শুধু বলিউডই নয়, প্রথম দিনে রীতিমতো হলিউডকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে দ্য কাশ্মীর ফাইলস এর বক্স অফিস রোজগার। এরই মধ্যে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ছবির কলাকুশলীরা।

শনিবার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন দ্য কাশ্মীর ফাইলস এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী, প্রযোজক অভিষেক আগরওয়াল, অভিনেতা পল্লব যোশী সহ একটি দল। সেখানে এই ছবিটির প্রভূত প্রশংসা করেছেন মোদী এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তাঁদের এই সাক্ষাতের একটি গ্রুপ ছবিও ভাইরাল হয়েছ্র স্যোশাল মিডিয়ায়।

১৯৯০ সালে কাশ্মীরে হিন্দু পন্ডিতদের উপর করা অত্যাচার এবং গণহত্যার প্রেক্ষাপটে তৈরি হয়েছে দ্য কাশ্মীর ফাইলস। ছবিটিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার এবং পল্লব যোশী।

এদিনের এই সাক্ষাতের একটি ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেন প্রযোজক অভিষেক আগরওয়াল। সেখানে তিনি লেখেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আমরা আনন্দিত। দ্যা কাশ্মীর ফাইলস সম্পর্কে তাঁর কথা এবং প্রশংসা ছবিটিকে আরও বিশেষ করে তুলেছে। চলচ্চিত্র তৈরি করে এর আগে আমরা এত গৌরব অনুভব করিনি।’

তাঁর এই ট্যুইটটিকে রিট্যুইট করেব পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি লেখেন, ‘অভিষেক তোমার জন্য আমি ভীষণই খুশি। তুমি ভারতের সবচেয়ে তিক্ত সত্য নিয়ে ছবি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছ।’ প্রসঙ্গত উল্লেখ্য, গত ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

সম্পর্কিত খবর

X