এক্কেবারে OnePlus 12 কপি! এবার সস্তায় বাজার কাঁপাবে এই কোম্পানির ফোনটি, পাবেন দুর্দান্ত ফিচার্স

বাংলাহান্ট ডেস্ক : ওয়ার্ল্ড কংগ্রেসে টেকনো মোবাইলস প্রদর্শন করে একাধিক মডেল। Pova 6 Pro গেমিং স্মার্টফোনও (Smartphone) লঞ্চ করা হয় এখানে। এরই সাথে টেকনো লঞ্চ করেছে MWC 2024 Tecno Camon 30 Series। এই সিরিজগুলির মধ্যে রয়েছে Tecno Camon 30, Tecno Camon 30 5G, Tecno Camon 30 Pro 5G এবং Tecno Camon 30 Premier।

Tecno Camon 30 Premier, Camon 30 Pro 5G – এই ফোন দুটির বৈশিষ্ট্য প্রায় এক। তবে সব থেকে বড় কথা হল এই ফোনগুলোর লুকস অনেকটা OnePlus 12 সিরিজের মতো। গোলাকৃতি ক্যামেরা রয়েছে এই ফোনের পিছনে। 144Hz রিফ্রেশ রেট সহ  6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোন দুটিতে। এলটিপিও ফিচারও পাওয়া যাচ্ছে প্রিমিয়াম সংস্করণটিতে।

আরোও পড়ুন : কমছে দারিদ্রসীমার নীচে থাকা মানুষের সংখ্যা! সুখবর শোনাল নীতি আয়োগ, নয়া নজির ভারতের

মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আল্ট্রা 4nm চিপসেট দেওয়া হয়েছে Tecno Camon 30 5G, Camon 30 4G – এই দুটি স্মার্টফোনেই। 8 জিবি RAM-র সঙ্গে 256 জিবি স্টোরেজ রয়েছে Camon 30 Pro-তে। 12 জিবি RAM ও 512 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে Camon 30 Premier মডেলে। 12GB পর্যন্ত ভার্চুয়াল RAM এক্সপানশন ফিচার দেওয়া হয়েছে এই দুটি ফোনেই।

img 20240302 211028

5000mAh ব্যাটারি সহ 70W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে এই দুটি ফোনেই। Android 14 ভিত্তিক HiOS 14 রয়েছে এই ফোন দুটিতে। এছাড়াও ফোনের পিছনে একটি 50MP প্রধান OIS ক্যামেরা, একটি 2MP ডেপথ সেন্সর এবং একটি AI সেন্সর পাওয়া যাবে। ফোনে 50MP সেলফি ক্যামেরা পাবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর