আমজনতার ফের সোনায় সোহাগা! এবার বাংলায় ছুটবে তেজস এক্সপ্রেস, প্রকাশ্যে এল নয়া রুট

বাংলাহান্ট ডেস্ক: বন্দে ভারত, অমৃত ভারতের মতো অত্যাধুনিক ট্রেনগুলো ইতিমধ্যেই যাত্রীদের মন জয় করে নিয়েছে। ভারতের অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে অন্যতম। এছাড়াও সম্প্রতি শুরু হয়েছে অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রা। তবে অনেকেই হয়ত জানেন না এই ট্রেনগুলো ছাড়াও তেজস নামের আরও একটি অত্যাধুনিক ট্রেন চলে ভারতে। এই ট্রেনে সফরের অভিজ্ঞতা বিমানের মতো।

তবে বিমানের ভাড়ার থেকে এই ট্রেনের ভাড়া অনেক অংশেই কম। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই ট্রেনে করে যাতায়াত করছেন। ভারতীয় রেল নেটওয়ার্কে তেজস এক্সপ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন। যত সময় যাচ্ছে ততই ভারতীয় রেল একে একে ট্র্যাকে নামাচ্ছে প্রিমিয়াম ট্রেন। বাংলার যাত্রীরা ৩৩ ঘন্টার বদলে ১৯ ঘন্টায় সফর করতে পারবেন। বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেন বেশ কয়েকটি রুটে চলাচল করছে।

আরোও পড়ুন : আম্বানি, আদানি বা টাটা নয়! রাম মন্দিরের জন্য এই ব্যক্তির দান সবথেকে বেশি, অঙ্ক জানলে ভিরমি খাবেন

তবে এখনো পর্যন্ত বাংলার ভাগ্যে তেজস এক্সপ্রেস জোটেনি। বহুদিন ধরে অনেকের দাবি ছিল বাংলায় তেজস এক্সপ্রেস চালানোর। এবার ভারতীয় রেল বাংলার যাত্রীদের জন্য অত্যন্ত খুশির একটি খবর সামনে নিয়ে এসেছে। সপ্তাহে একদিন করে একটি তেজস এক্সপ্রেস চালানোর  সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগরতলা থেকে আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত।

আরোও পড়ুন : ‘রামমন্দির নিয়ে ধ্যাষ্টামি’ বলা নচিকেতাই এবার গান ধরবেন মন্দির উদ্বোধনের মুহূর্তে! ব্যাপারটা কী?

নতুন এই ট্রেন স্টপেজ দেবে পশ্চিমবঙ্গের (West Bengal) নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) এবং মালদা টাউন স্টেশনে (Malda Town Station)। এই ট্রেন চালু হলে এবার থেকে উত্তরবঙ্গের যাত্রীরা আরো সহজে পৌঁছে যাবেন দিল্লি। ২০৫০১ তেজস এক্সপ্রেস মালদা টাউন রেল স্টেশন থেকে মঙ্গলবার বিকেল ৩:১০ মিনিটে ধরতে পারবেন যাত্রীরা।

Tejas

পরদিন সকাল ১০:৫০ মিনিটে এই ট্রেন পৌঁছাবে আনন্দবিহার টার্মিনালে। এছাড়াও প্রতি শুক্রবার এই ট্রেন ছাড়বে আনন্দবিহার টার্মিনাল থেকে। মালদা টাউন থেকে আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত এই ট্রেনের তৃতীয় শ্রেণীর ভাড়া হবে ৩০৪৫ টাকা, দ্বিতীয় শ্রেণীর ভাড়া ৪১৮০ টাকা এবং প্রথম শ্রেণীর ভাড়া ৫২১৫ টাকা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর