বহিরাগত বিজেপিকে হারাতে মমতার বাজি তেজস্বী, পূর্ণ সমর্থন করার আশ্বাস লালুপুত্রর

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব সাক্ষাৎ করেন। রাজ্যে বিধানসভার প্রস্তুতির মধ্যে দুই নেতার এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে RJD নেতা তেজস্বী যাদব তৃণমূল সুপ্রিমোকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন।

তৃণমূলকে সমর্থন দেওয়ার পাশাপাশি তেজস্বী যাদব বিহারী এবং রাজ্যে থাকা হিন্দিভাষীদের তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। বলে রাখি, ২০২০ এর বিহার বিধানসভা নির্বাচনে মহাজোটের নেতৃত্ব করেছিলেন লালুপুত্র তেজস্বী যাদব। ওই মহাজোটে বাম কংগ্রেসও যুক্ত ছিল। বিহার নির্বাচনে নীতিশ কুমার আর বিজেপিকে বেশ টক্করও দিয়েছিল তেজস্বী।

মমতা বন্দ্যোপাধ্যায় RJD নেতা তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করার পর বলেন, আমরা চাইনা বিজেপি নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করুক। তিনি বলেন, আমার লড়াই করা আর তেজস্বী ভাইয়ের লড়াই করা এক। আর এই বার্তাই আমি বিজেপিকে দিতে চাই। মুখ্যমন্ত্রী বলেন, বিহারে বিজেপির সরকার টিকবে না। বাংলা থেকেও কিছু পাবেন না আপনারা। আজকের বৈঠকে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও উপস্থিত ছিলেন।

বলে রাখি, গতকাল বামেদের ব্রিগেডে আসার কথা ছিল তেজস্বী যাদবের। শনিবার রাত পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। রবিবার ব্রিগেডে তরুণ মুখ হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ওনার। কিন্তু একই সঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করার সময় চেয়েছিলেন। এমনকি তৃণমূল নেত্রী ওনার ডাকে সাড়াও দিয়েছিলেন। এরপরই বামেদের ব্রিগেডে যাবেন না বলে জানিয়ে দেন তেজস্বী।

তবে আজকের মিটিংয়ে বাংলার নির্বাচনে আরজেডি আর তৃণমূলের মধ্যে আসন নিয়ে কোনও রফা হয়নি বলে সুত্রের খবর। এর আগেও RJD রাজ্যে নির্বাচনে লড়ার ইচ্ছে প্রকাশ করেছিল।


Koushik Dutta

সম্পর্কিত খবর