বছর শেষেই রিচার্জের ধাক্কা! ফের বাড়তে চলেছে মোবাইল বিল, কত টাকা হবে?

Published on:

Published on:

Telecom Company May Mobile Recharge Plan Increase soon

বাংলা হান্ট ডেস্কঃ আর এক মাস বাকি বছর শেষ হতে। ভালো-মন্দ মিলিয়ে শুরু হবে আবার নতুন বছর। কিন্তু নতুন বছরের শুরুতে একটি বাড়তি খরচা আসতে চলেছে। সূত্রের খবর, নতুন বছরের শুরুতে মোবাইল ব্যবহারকারীদের জন্য খরচ বাড়বে। শোনা যাচ্ছে টেলিকম ইন্ডাস্ট্রির শীর্ষ সংস্থাগুলি ফের একবার ট্যারিফ বাড়ানোর পরিকল্পনা করছে। এর ফলে সাধারণ গ্রাহকদের পকেটে অতিরিক্ত চাপ পড়তে চলেছে (Mobile Recharge Plan Increase)।

কত শতাংশ বাড়তে পারে রিচার্জ প্ল্যানের দাম (Mobile Recharge Plan Increase)?

রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স জিয়ো, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া দেশের এই তিন জনপ্রিয় টেলিকম সংস্থাই আগামী দু’এক মাসের মধ্যেই রিচার্জের দাম বাড়াতে চলেছে (Mobile Recharge Plan Increase)। প্রায় ১০ শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

কেন বাড়ছে রিচার্জের দাম?

টেলিকম সংস্থাগুলির দাবি, ৫জি নেটওয়ার্ক গড়ে তোলা এবং তার রক্ষণাবেক্ষণ যথেষ্ট ব্যয়বহুল। সঙ্গে রয়েছে ফাইবার এক্সপ্যানশন ও স্পেকট্রামের খরচ। এই কারণেই ট্যারিফ বাড়ানো (Mobile Recharge Plan Increase) ছাড়া উপায় নেই বলে সংস্থাগুলির তরফে ইঙ্গিত মিলেছে।

জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই ট্যারিফ বাড়ানো হতে পারে। জেপি মর্গানের রিপোর্টে বলা হয়েছে, রিলায়েন্স জিয়ো তাদের রিচার্জ প্ল্যানের দাম ১৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়াও একই পথে হাঁটবে বলে মনে করা হচ্ছে (Mobile Recharge Plan Increase)।

যদিও এখনই কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে রিলায়েন্স জিয়ো ও এয়ারটেল ইতিমধ্যেই কিছু প্ল্যানে পরিবর্তন এনেছে। জানা যাচ্ছে, আগে জিয়োর ১ জিবি প্রতিদিনের বেস প্ল্যানের দাম ছিল ২৪৯ টাকা, এখন তা পরিবর্তন করে ১.৫ জিবি প্রতিদিন করা হয়েছে এবং নতুন দাম নির্ধারিত হয়েছে ২৯৯ টাকা। এছাড়া এয়ারটেলও তাদের বেস প্ল্যানের মূল্য ও মেয়াদে পরিবর্তন এনেছে। তবে এখনও পর্যন্ত ভোডাফোন-আইডিয়ার রিচার্জ প্ল্যানে কোনও সংশোধন হয়নি।

Telecom Company May Mobile Recharge Plan Increase soon

আরও পড়ুনঃ BSNL-এর নতুন ধামাকা! জলের দরে লঞ্চ হল ৫০ দিনের রিচার্জ প্ল্যান, প্রতিদিন মিলবে ২ GB ডেটা

গ্রাহকদের জন্য কী পরিবর্তন আসতে পারে?

দৈনিক ডেটা প্ল্যানের দাম ১০-১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
টেলিকম সংস্থাগুলি প্রিমিয়াম গ্রাহকদের জন্য আলাদা “প্রায়োরিটি প্যাক” আনতে পারে, যেখানে দ্রুত ইন্টারনেট স্পিড ও উন্নত নেটওয়ার্ক পরিষেবা দেওয়া হবে।
ধীরে ধীরে বাজার থেকে সস্তা প্ল্যানগুলি তুলে নেওয়া হতে পারে।