মোটা টাকার বেতন, স্নাতক পাশেই কেন্দ্রীয় সরকারের দফতরে চাকরির সুযোগ! এভাবে করুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক : রেলের পর এবার খবর আসছে কেন্দ্রীয় সরকারের (Central Government) অধীনে একাধিক চাকরির। ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনের দৌলতে দেশ জুড়ে এবার ঢালাও চাকরির (Job recruitment) সুযোগ। এটি ২০২৩-এর চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে বড় সুযোগ। DOT তে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে বলেই সূত্রের খবর। আবেদনকারীরা চাইলে এখনই আবেদন করতে পারেন। এই চাকরির ব্যাপারে বিস্তারিত ভাবে ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনের (DOT) মাধ্যমে জানানো হয়েছে।

চলুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক এই চাকরির জন্য চাকরি প্রার্থীর কী কী শিক্ষাগত যোগ্যতা, এবং দেশের কোথায় কোথায় প্রার্থীদের নিয়োগ করা হবে। যে সংস্থায় প্রার্থী নিয়োগ হবেন, সেটি হলো, ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (Deperment of Telecommunication) এর পক্ষ থেকে এই নিয়োগ সম্বন্ধিত খবর বেরিয়েছে।

   

যে পদে চাকরি দেওয়া হবে, সেটি হলো সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার (Sub Divitional Engineer)। মোট শূন্যপদ খালি আছে ২৭০ টি। গোটা দেশ জুড়েই নিয়োগ করা হবে প্রার্থীদের। অর্থাৎ সারা দেশের প্রার্থীরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। উদাহরণ স্বরূপ, কলকাতায় মোট শূন্যপদ খালি আছে ৯ টি। সেই রকমই দিল্লীতে শুন্যপদের সংখ্যা ৫২ টি। এছাড়াও বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম শুন্যপদ রয়েছে।

DOT থেকে জানানো হয়েছে যে, চাকরিপ্রার্থীরা যেন যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় (এমনকী বেসরকারি প্রতিষ্ঠানও চলবে) থেকে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ ইলেকট্রিক্যাল কমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/টেলি কমিউনিকেশন/ ইনফরমেশন টেকনোলজি / ইনস্ট্রুমেন্টেশনে ইঞ্জিনিয়ারিং প্রভৃতিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করে থাকেন। অর্থাৎ প্রার্থী যেন কমপক্ষে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাশ করে থাকেন। DOT অনুযায়ী, ২০২৩-এর ২২শে ফেব্রুয়ারীর মধ্যে প্রার্থীর বয়স যেন ৫৬ বছরের মধ্যে হয়।

jobs india

এই চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীকে অফলাইনে যোগাযোগ করতে হবে। তার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নথি ছাড়াও অন্যান্য ডকুমেন্ট সহ ADG 1 (A&HR), DGT HQ, Room No 212, 2nd Floor, UIDAI Building, Behind Kali Mandir, New Delhi – 110001, এই ঠিকানায় চিঠি পাঠাতে হবে। এই চাকরিতে আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে, ২২শে ফেব্রুয়ারী ২০২৩।
এছাড়াও এই চাকরির ব্যাপারে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট – dot.gov.in -এ ক্লিক করে জেনে নিন।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর