সামর্থ নেই, মাস্কের বদলে পাখির বাসা পরে সরকারি অফিসে হাজির দরিদ্র পশুপালক

বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনার ভাইরেসের দ্বিতীয় ঢেউ চলছে। দেশে দৈনিক সংক্রমণ ৩ লক্ষের উপরে চলে গিয়েছে। দেশের মানুষ, সরকার, স্বাস্থ্য ব্যবস্থা, ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা করোনার এই তাণ্ডবের সামনে অসহায় হয়ে পড়েছে। চারিদিকে করোনা মহামারী হাহাকার সৃষ্টি করেছে। শুধু সংক্রমিত মানুষের সংখ্যাই বাড়ছে না, হুহু করে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। আর এই করোনার ঢেউ থেকে নিজেকে বাঁচাতে সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্কের ব্যবহারের উপরেও জোর দেওয়া হচ্ছে।

আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হচ্ছে, যা গোটা দেশের মানুষের মনে এই করোনার সংক্রমণের মধ্যে বড়সড় আঘাত করছে। ওই ছবি তেলেঙ্গানা রাজ্যের এক ব্যক্তির। ওই ব্যক্তি বাবুই পাখির বাসাকে মাস্ক হিসেবে ব্যবহার করছেন। আর ওনার এটা করার প্রধান কারণ হল, মাস্ক কেনার সামর্থ নেই ওনার।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি তেলেঙ্গানার মেহবুবনগর জেলার চিন্নামুনুগাল এলাকার দরিদ্র পশুপালক মেকালা কুরমাইয়ার বলে জানা যাচ্ছে। ওই দরিদ্র পশুপালককে মাস্ক হিসেবে পাখির বাসা ব্যবহার করতে দেখা যাচ্ছে। এই ছবিটি রিভাথি নামের এক টুইটার ইউজার নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। সেখান থেকেই ছবিটি ভাইরাল হয়। তিনি ছবিটি শেয়ার করে লেখেন, ‘মেকালা কুরমাইয়া মাস্ক কিনতে পারেন নি, কিন্তু উনি মাস্ক পরে আছেন। এই মাস্ক সবথেকে ভালো না হলেও উনি প্রচেষ্টা করেছেন। সরকারের উচিৎ যারা মাস্ক কেনার জন্য অসমর্থ, তাঁদের বিনামূল্যে মাস্ক বিলি করা।”

জানা গিয়েছে যে, মেকালা কুরমাইয়া পেনশনের জন্য সরকারি অফিসে যান। মাস্ক কেনার সামর্থ না থাকায় তিনি পাখির বাসাকেই মাস্ক বানিয়ে নেন। ওনার কাছে মাস্ক কেনার টাকা না থাকলেও উনি করোনার নির্দেশিকা পালন করার যথাসাধ্য চেষ্টা করেছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর