বড়সড় বদল! খেল দেখাচ্ছে পর্ণা, ফুলকি-জগদ্ধাত্রীকে হারিয়ে টিআরপি টপার কে?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শিমুলের বিয়ের ফলে টিআরপিতে কিছুটা এগোল কার কাছে কই মনের কথা (৭.০)। সপ্তম স্থান থেকে এই সপ্তাহে এই ধারাবাহিক উঠে এসেছে ৬ নম্বর স্থানে। অন্যদিকে নম্বর  কমেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটির। গত সপ্তাহে এই ধারাবাহিক ছিল পঞ্চম স্থানে।

৬.৮ নম্বর পেয়ে এই ধারাবাহিক নেমে এসেছে তালিকার ৭ নম্বর স্থানে। টিআরপি চার্টে একসময় এই দুটি ধারাবাহিক রীতিমতো দাপট দেখিয়েছিল। এই সপ্তাহের টিআরপি লিস্টে প্রথম স্থান দখল করেছে জগদ্ধাত্রী। জি বাংলার এই ধারাবাহিকের স্কোর ৮.৮। তারপরই স্থান পেয়েছে নিম ফুলের মধু। এই সপ্তাহে জি বাংলার এই ধারাবাহিকের স্কোর ৮.২। 

আরোও পড়ুন : ১ নয়, হাওড়া স্টেশনের সর্বপ্রথম প্ল্যাটফর্ম এই নম্বরটি! এই তথ্য আজও অনেকেরই অজানা

স্কোর কমে যাওয়ার ফলে লিস্টের তৃতীয় স্থানে নেমে এসেছে ফুলকি। ফুলকি এই সপ্তাহে পেয়েছে ৮.১। ধারাবাহিকে দেখা যাচ্ছে রোহিতের থেকে ডিভোর্স চেয়েছে ফুলকি। যদিও রোহিত মনে মনে ফুলকিকে ভালবেসে ফেলেছে, তবে ভয়ে সে সেই কথা জানাতে পারছে না। এমন অবস্থায় একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। এই উত্তেজনার উপর ভর করে আগামী সপ্তাহে ফুলকি ভালো ফল করতে পারে কিনা এখন সেটাই দেখার।

আরোও পড়ুন : ১,২ নয়; ৩২ কোটি আধার বাতিলের প্ল্যান UIDAI’র! দেখে নিন এইভাবে আপনারটা আদৌ ঠিক আছে কিনা

 স্টার জলসার গীতা এলএলবি সিরিয়ালটি জায়গা পেয়েছে টিআরপি লিস্টের চতুর্থ স্থানে। লাভ বিয়ে আজকাল সিরিয়ালে তৃণা সাহাকে এনেও বিশেষ লাভ হচ্ছে না। ওম-তৃণার এই ধারাবাহিকের নম্বর ক্রমাগত পতন হচ্ছে। মাত্র ৫.৭ পেয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে আলোর কোলে ধারাবাহিক বরঞ্চ নম্বর বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিক পেয়েছে ৫.৮ নম্বর।

24th august target rating point list bengali serials anurager chhowa first jagadhatri second see complete trp list 1500x785

এই সপ্তাহে টিআরপি রেটিং-এ প্রথম দশে কারা কত স্থানে আছে চলুন দেখে নেওয়া যাক:

প্রথম: জগদ্ধাত্রী (৮.৮)

দ্বিতীয়: নিম ফুলের মধু (৮.২)

তৃতীয়: ফুলকি (৮.১)

চতুর্থ: গীতা LLB (৭.৯)

পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে (৭.৬)

ষষ্ঠ: কার কাছে কই মনের কথা (৭.০)

সপ্তম: অনুরাগের ছোঁয়া (৬.৮)

অষ্টম: কথা (৬.৬)

নবম: তোমাদের রাণী (৬.৪)

দশম: সন্ধ্যাতারা (৬.৩)

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X