বাংলাহান্ট ডেস্ক : হোলি ও দোল উৎসবের জন্য গত সপ্তাহে প্রকাশ করা হয়নি টিআরপি তালিকা। অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে সামনে এল বাংলা টেলি সিরিয়ালের র্যাঙ্ক কার্ড। ২০২৪-এর ১১ নম্বর সপ্তাহের টিআরপি তালিকা সামনে এল সোমবার। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল।
আইপিএলের সরাসরি প্রভাব কিন্তু দেখা যাচ্ছে বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায়। সন্ধ্যা ৭:৩০-এর আগে যে সিরিয়ালগুলি প্রচারিত হয় সেগুলি অপেক্ষাকৃত ভালো অবস্থায় রইলেও, বাকি সিরিয়ালগুলো লড়াই কঠিন হতে চলেছে। এই সপ্তাহেও টিআরপির তালিকায় শীর্ষস্থান দখল করেছে ফুলকি।
আরোও পড়ুন : ঘাসফুল শিবিরের নিঃস্বার্থ কর্মী ! ‘রচনা’র সামনে তবুও মুখ খুলতে অপারগ প্রতিবন্ধী দুলাল বাবু
৮.৪ নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে দিব্যানি মন্ডল, অভিষেক বসু অভিনীত এই মেগা। অন্যদিকে নিম ফুলের মধু সিরিয়ালের গল্পে জটিলতা দেখা দিয়েছে বর্ষার বিয়ে নিয়ে। কিন্তু সেই উত্তেজনাও নিম ফুলের মধুকে শীর্ষস্থান দিল না। সৃজন-পর্ণাকে ৮.২ নম্বর নিয়ে থাকতে হয়েছে তালিকার দুই নম্বর স্থানে।
আরোও পড়ুন : বিক্রি হয়ে যাবে দল, বন্দী হয়ে যাবেন কালীঘাটে! মমতাকে নিয়ে দিলীপের ভবিষ্যৎবাণী
ব্লুজ প্রোজাকশনের দুই ভিন্ন চ্যানেলের দুটি সিরিয়াল ৭.৮ নম্বর নিয়ে যৌথভাবে তৃতীয় স্থান দখল করেছে। এই দুটি মেগা হল জগদ্ধাত্রী ও গীতা। শ্বেতা-রনজয় অভিনীত কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক নিত্যনতুন টুইস্ট আনছে দর্শকদের জন্য। শ্যামলী-অনিকেতের খুনসুটিও এনজয় করছেন দর্শকরা।
এই ধারাবাহিকটি এ সপ্তাহে রয়েছে চতুর্থ স্থানেই।সূর্য-দীপার গল্প তালিকায় বেশ পিছিয়ে রয়েছে এখনো। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি জায়গা করেছে ষষ্ঠ স্থানে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি লিস্টের টপ টেন ধারাবাহিকের নাম:
প্রথম- ফুলকি ৮.৪
দ্বিতীয়- নিম ফুলের মধু ৮.২
তৃতীয়- জগদ্ধাত্রী / গীতা LLB (৭.৮)
চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে (৭.২)
পঞ্চম- কথা (৭.০)
ষষ্ঠ- অনুরাগের ছোঁয়া (৬.৭)
সপ্তম- কার কাছে কই মনের কথা (৬.২)
অষ্টম- তোমাদের রাণী- ৫.৮
নবম- জল থই থই ভালোবাসা ৫.৭
দশম- বঁধুয়া (৫.৫)