মাকে হারিয়েছেন ক‍্যানসারে, বংশপরম্পরায় মারণ রোগ ফিরে এল অভিনেত্রীর শরীরে

বাংলাহান্ট ডেস্ক: যে রোগে নিজের কাছের মানুষের মৃত‍্যু দেখেছেন, সেই রোগই আবার ফিরে এল তেলুগু অভিনেত্রী হামসার (hamsa nandini) কাছে। ক‍্যানসারে (cancer) আক্রান্ত হলেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় খারাপ খবর জানিয়ে একটি লম্বা পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। এখনো সাতটি কেমোথেরাপি বাকি রয়েছে তাঁর।

তেলুগু ইন্ডাস্ট্রির পরিচিত নাম হামসা নন্দিনী। বংশ পরম্পরায় তাঁর শরীরে বাসা বেঁধেছে ক‍্যানসার। এই মারণ রোগই তাঁর কাছ থেকে কেড়ে নিয়েছে তাঁর মা কে। এবার এই রোগের শিকার তিনি নিজে। পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, ১৮ বছর আগে ক‍্যানসারে প্রয়াত হন তাঁর মা। সেই থেকে ভয়ে ভয়ে ছিলেন তিনি।

hamsa20122021 2c
কিন্তু চার মাস আগে নিজের বুকের মধ‍্যে একটি মাংসপিণ্ড অনুভব করে তিনি বোঝেন যে মারণ রোগ আবারো ফিরে এসেছে। কিন্তু এখন আর ভয়ে ভয়ে বাঁচতে চান না তিনি। জীবনযুদ্ধে লড়াই করে জয়ী হতে চান হামসা। তিনি জানান, সেদিনই চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করান। তাঁকে অঙ্কোলজিস্ট অর্থাৎ ক‍্যানসার বিশেষজ্ঞের সঙ্গে দেখা করার পর বায়োপসি করার পরামর্শ দেওয়া হয়।

আশঙ্কা সত‍্যি করে গ্রেড থ্রি ইনভেসিভ কার্সিনোমা অর্থাৎ স্তন ক‍্যানসার ধরা পড়ে হামসার। কিন্তু দ্রুত ধরা পড়ায় টিউমরটি বাদও দেওয়া হয়েছিল অস্ত্রোপচারে। কিন্তু স্বস্তি বেশিক্ষণ থাকেনি অভিনেত্রীর। কারণ তিনি জানতে পারেন বংশপরম্পরায় ক‍্যানসারের অভিশাপ বহন করছেন তিনি।

সারা জীবনে দ্বিতীয় বার স্তন ক‍্যানসার হওয়ার ৭০ শতাংশ ও জরায়ুতে ক‍্যানসার হওয়ার ৪৫ শতাংশ সম্ভাবনা রয়েছে তাঁর। শুধু কেমোথেরাপি ও অন‍্য চিকিৎসায় ক‍্যানসার মুক্ত হতে পারবেন না তিনি। এর জন‍্য দীর্ঘায়িত চিকিৎসা দরকার। এখনো পর্যন্ত ৯ টি কেমো নিয়েছেন হামসা। বাকি আরো ৭ টি।

কিন্তু হার মানতে রাজি নন অভিনেত্রী। সবশেষে তিনি শুভাকাঙ্খীদের ধন‍্যবাদ জানিয়েছেন। পরিবার, বন্ধু, অভিনয় ইন্ডাস্ট্রির সদস‍্যদের পাশে পেয়েছেন তিনি। সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামসা।

Niranjana Nag

সম্পর্কিত খবর