হুহু করে নামলো তাপমাত্রা! ফের হতে চলেছে আবহাওয়ার রদবদল, জেনেনিন কি বললো হওয়া অফিস

বাংলাহান্ট ডেস্কঃ গত কয়েক দিন ধরেই জারি বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ ও পশ্চিমের জেলা গুলিতেই ইতিমধ্যেই হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। হালকা বৃষ্টি হয়েছে শহর কলকাতাতেও। যদিও মেঘ কেটে আকাশ পরিস্কার হওয়ার সাথে সাথে নেমেছে তাপমাত্রা। গত  ২ দিনে ৪ ডিগ্রি নেমেছে পারদ। আগামী বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা নেমে যাবে আরো আরও নামতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আজ শহর কলকাতার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতা সর্বোচ্চ ৭৪ শতাংশ। 

4e64ee348

কলকাতার পাশাপাশি প্রায় সব জেলাতেই পারদ নিম্নমুখী। আকাশ মেঘমুক্ত। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে।

পশ্চিমে ও দক্ষিণের জেলা গুলিতে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে বৃষ্টি হয় নি। বিকেল নামতেই কাঁপুনি দিয়ে ঠান্ডা পড়ছে । দার্জিলিংয়ে মাইনাস ডিগ্রিতে তাপমাত্রা চলে যাচ্ছে । সরস্বতী পুজোর পর তাপমাত্রা একটু বাড়লেও গত তিন-চার দিন ধরে শেষবেলায় আবার দাপট দেখাতে শুরু করেছে শীত।

পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতে বজ্রবিদ্যুত্‍ সহ শিলা বৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে। বৃহস্পতিবার থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল দিল্লি, পঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়।

এই মরশুমে পশ্চিমি ঝঞ্ঝার খাম খেয়ালি পনার কারনে শীতের তেমন মজাটাই পায়নি কলকাতা বাসিরা।  শীতের বেশীর ভাগটাই ছিল হয় তীব্র হাড় কাপানো শীত নয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি। হঠাৎ করেই পশ্চিমি ঝঞ্ঝার কারনে সেই ইনিংস মন্থর হয়ে যাওয়ায় বারবার হতাশ হয়েছিল শীত প্রেমিরা। নতুন বছরেও বৃষ্টি হয়েছে কয়েকবার। শীতও ফিরেছে বারবার স্বমহিমায় । সরস্বতী পুজোতেও তার ব্যতিক্রম হয় না।এবার সেই অপ্রাপ্তি ফেব্রুয়ারি মাসে পুষিয়ে দিচ্ছে শীত।

 

সম্পর্কিত খবর