বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গ (South Bengal) সহ রাজ্যের বিস্তীর্ণ অংশে একটানা বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। তবে এবার, সেই চিত্র কিছুটা বদলাতে চলেছে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন।
তিনি জানিয়েছেন যে, দক্ষিণবঙ্গে এবার বেশ কয়েকদিন ধরে বৃষ্টির প্রভাব কমবে। পাশাপাশি বৃদ্ধি পাবে তাপমাত্রাও। ২৭ অগাস্ট অর্থাৎ রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। যেটি বজায় থাকবে ৩১ অগাস্ট অর্থাৎ চলতি মাসের শেষ পর্যন্ত।
পাশাপাশি জানা গিয়েছে যে, রবিবারে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ২৮ থেকে ৩০ অগাস্ট বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে। তবে, উপকূলবর্তী জেলাগুলির কিছু অংশে সংশ্লিষ্ট দিনগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন: হঠাৎই মৌসুমী অক্ষরেখার অবস্থান বদল! বিকেলের পর দামাল বৃষ্টি এই ৪ জেলায়, জারি অ্যালার্ট
এমতাবস্থায়, দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশজুড়েই বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আগামী ২ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি। আর তার সাথে সাথে কিছু কিছু জায়গায় থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন: তিনজন IAS, একজন IPS! এই চার ভাইবোন তৈরি করলেন বিরল নজির
এবারে প্রশ্ন উঠতে পারে যে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? সামনে এসেছে সেই উত্তরও। জানা গিয়েছে, রবিবার উত্তরের জেলাগুলির মধ্যে কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকলেও ২৮ তারিখ থেকে উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে।