বাংলা হান্ট ডেস্ক: গরম পড়ছে না করতে করতে এবার এমন গরম পড়েছে যে সকাল থেকেই হিমশিম খাচ্ছে দক্ষিণবঙ্গবাসী। চৈত্র মাসে শেষ হতে এখনও কিছুদিন তবে তার আগেই বৈশাখের তাপমাত্রা দক্ষিণবঙ্গে (South Bengal)। সকাল থেকেই অসহ্য গরম। শনিবার সকালে কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা হল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক হলেও রিয়াল ফিল তার থেকেও বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে কম।
গত কিছুদিনে বেশ খানিকটা বেড়েছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি আশপাশে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা নেই। উল্টে ক্রমশই বাড়বে তেজ। এরই মধ্যে ফের একবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)।
শনিবার দিনভর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের পর শহরের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। যদিও কোনওরকম সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির সাথে গরম কমার কোনো সম্ভাবনা নেই। উল্টে বাড়তে পারে তাপমাত্রা।
এদিকে শনিবার থেকে ফের বৃষ্টি চলবে দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনায়, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে।
আরও পড়ুন: সেলফি লাগবে না! দেবের কাছে এই জিনিসের দাবি তুললেন ঘাটালের মহিলারা…
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঝড়ও হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই কলকাতায় জারি হয়েছে হলুদ সতর্কতা।