বাংলা হান্ট ডেস্ক : ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এরইমধ্যে আজ থেকে পশ্চিমবঙ্গের (West Bengal) তাপমাত্রা বাড়তে চলেছে। তবে আজ ও আগামিকাল কয়েকটি জেলায় বৃষ্টি হবে। কয়েকটি জেলায় আবার ঘণ্টায় ৪০ কিলোমিটার বেড়ে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৯%
বাতাস : ১৬ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৪%
কলকাতার আবহাওয়া : আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া : শনিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার-এ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিনটি জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা-এ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আগামী রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি তিনটি জেলা শুষ্ক থাকবে। বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি ওই তিনটি জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : আজ শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমবে। হুহু করে বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ একেবারে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ-এ বৃষ্টি হবে না। কলকাতায় একেবারে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া : আগামি ৬ মে আবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। সেটি আবার শীঘ্রই তা নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছেনা।এখনই সেই নিয়ে কোনো পূর্বাভাস আসেনি আবহাওয়া দফতরের পক্ষ থেকে।