পাকিস্তানে ৭২ বছর ধরে বন্ধ ছিল হিন্দু মন্দির, দরজা খুলতেই যা হল! জেনে ধন্য ধন্য করবেন

বাংলা হান্ট ডেস্ক: দেশভাগের পরপরই পাকিস্তানে (Pakistan) হিন্দুদের (Hindu) অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। পাশাপাশি, স্বাধীনতার সময়ে যেসব মন্দির সেখানে ছিল তার অর্ধেকও আজ অবশিষ্ট নেই। মূলত, সেগুলির অধিকাংশই ভেঙ্গে ফেলা হয়েছিল এবং কিছু কিছু মন্দির যেগুলি অবশিষ্ট ছিল তারা ধ্বংসস্তূপে পরিণত হয়।

এর পাশাপাশি পাকিস্তানে কিছু বিশেষ মন্দিরও ছিল। যেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এমনই একটি মন্দির রয়েছে পাকিস্তানের শিয়ালকোটে। যেটি কয়েক বছর আগে খুলে দেওয়া হয়। সবথেকে আশ্চর্যের বিষয় হল, এই মন্দিরটি গত ৭২ বছর ধরে বন্ধ রাখা হয়েছিল। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই মন্দিরের সাথে সম্পর্কিত কিছু বিশেষ বিষয়ের সম্পর্কে আপনাদের জানাবো।

Temple closed for 72 years opens in Pakistan

মন্দির খুলতেই কি দেখা গেল: এই মন্দিরের গঠন দেখেই আন্দাজ করা যায় এটি কতটা বিশেষ। বড় বড় পাথর দিয়ে তৈরি এই মন্দিরে আশ্চর্যজনক খোদাই করাও রয়েছ। পাশাপাশি, এই মন্দিরের বিশালতা দেখে আপনি এটিকে যেকোনো বড় মন্দিরের সাথেও তুলনা করতে পারেন।

আরও পড়ুন: বেতন মিলবে ৫৬ হাজার! মাধ্যমিক পাশেই এবার চাকরির দুর্দান্ত সুযোগ, এভাবে করুন আবেদন

সবথেকে বড় বিষয় হল, এত বছর বন্ধ থাকার পরেও এই মন্দিরের দেওয়ালে কোনো প্রভাব পড়েনি। অর্থাৎ, এই মন্দিরের অবস্থা দেখে সহজেই অনুমান করা যায় যে, সেই সময়ের মন্দিরগুলি কতটা মজবুত ভাবে তৈরি করা হত।

আরও পড়ুন: টাটা ন্যানো না SUV ধরতে পারবেন না! কামব্যাকের জল্পনা জিইয়ে রেখে সামনে এল ছবি, কেমন হবে নয়া অবতার?

এই মন্দিরটি কে খুলেছেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মন্দিরটি ২০১৯ সালে ৭২ বছর পর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান খুলেছিলেন। এই মন্দিরের নাম শিবালা তেজা সিং মন্দির। এখন ফের এই মন্দিরে দেব-দেবীর মূর্তি স্থাপন করে পুজো শুরু হয়েছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মন্দিরটি খোলা হলে সেখানে উপস্থিত সকলেই “হর হর মহাদেব” স্লোগান দিতে থাকেন। এই স্লোগানগুলি এতই জোরে ছিল যে সেগুলির প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর