শিয়ালদায় লোকাল ট্রেনের দুর্ভোগ কাটতে না কাটতেই! নতুন করে ট্রেন বাতিলের নোটিস দিল রেল

বাংলা হান্ট ডেস্ক: শিয়ালদা ডিভিশনের (Sealdah Division) লোকাল ট্রেন (Local Train) বন্ধ থাকার দুর্ভোগ কাটতে না কাটতেই আরও এক নতুন বিজ্ঞপ্তি জারি করল রেল কর্তৃপক্ষ। ১০ জুন রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সাময়িকভাবে বন্ধ থাকবে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস (Bandhan Express) এবং মৈত্রী এক্সপ্রেস (Maitree Express)। এই মুহূর্তে ভারত-বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেস।

কিন্তু সামনেই আসছে ইদ-উল-আজহা। আগামী ১৭ জুন ভারতের মতোই বাংলাদেশেও মহাসমারোহে পালন করা হবে এই উৎসব। তাই এই উৎসবের মরশুমে বাংলাদেশে চলবে অতিরিক্ত ট্রেন। সেইসঙ্গে বিভিন্ন রুটে যাত্রার ঠিক রাখতে বাংলাদেশ-ভারতের মধ্যে চলা তিন-তিনটি যাত্রীবাহী ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে,রেল সুত্রে খবর ভারত এবং বাংলাদেশ উভয় দেশের রেলের রেল কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে।

জানা যাচ্ছে এই উৎসবের মরশুমে বাংলাদেশের তরফে ভারতের কাছে অনুরোধ করা হয়েছিল ঈদ-উল-আজহা উপলক্ষে সাময়িকভাবে মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস বন্ধ রাখা হোক। বাংলাদেশের অনুরোধেই এই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে খবর, প্রতি বছরই ইদের আগে এবং পরে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনগুলির চলাচল বন্ধ রাখা হয়। ইদের সময়ে রেললাইন এবং কর্মীদের ওপর চাপ কমিয়ে ট্রেনযাত্রা নির্বিঘ্নে করাই এই ট্রেন চলাচল বন্ধ রাখার মূল উদ্দেশ্য।

রেল সূত্রে খবর আগামী ১৪ জুন থেকে ২২ জুন  পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস, এবং ১৬ জুন  থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেস বন্ধ করা হয়েছে। ইদ-উল-আজহার পর এই ট্রেনগুলি পুনরায় আগের মত চলাচল শুরু করবে।

আরও পড়ুন: IIM পাসআউট, ইঞ্জিনিয়ারিং ছেড়ে রাজনীতি! উড়িষ্যার প্রথম মুসলিম মহিলা বিধায়ক কে এই তরুণী?

কোন কোন ট্রেন:

13109/13110 কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস

13107/13108 ঢাকা ক্যান্টনমেন্ট -কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস

13129/13130 কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস।

13107 ঢাকা ক্যান্টনমেন্ট–কলকাতা মৈত্রী এক্সপ্রেস

(যাত্রা শুরু 14.06.2024, 16.06.2024, 18.06.2024 এবং 21.06.2024)

13110 ঢাকা ক্যান্টনমেন্ট–কলকাতা মৈত্রী এক্সপ্রেস

(যাত্রা শুরু 15.06.2024, 19.06.2024 এবং 22.06.2024 তারিখে)

13108 কলকাতা–ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস

(যাত্রা শুরু 15.06.2024, 17.06.2024, 19.06.2024 এবং 22.06.2024 তারিখে)

13109 কলকাতা–ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস

(যাত্রা শুরু 14.06.2024, 18.06.2024 এবং 21.06.2024 তারিখে)

maitree express

13129 কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস

(যাত্রা শুরু 16.06.2024 এবং 20.06.2024 তারিখে)

13130 খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস

(যাত্রা শুরু 16.06.2024 এবং 20.06.2024 তারিখে)

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর