বাংলাহান্ট ডেস্কঃ কাশ্মীরি (kashmir) পণ্ডিতদের সম্মানার্থে দশটি উপনগরী তৈরি করার সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah)। শত্রুদের অত্যাচারে ক্ষতিগ্রস্থ মন্দিরগুলির সংস্কার এবং পুনর্গঠনের সিদ্ধান্ত জানান তিনি। মঙ্গলবার (tuesday)কাশ্মীরি পণ্ডিতদের একটি দল অমিত শাহের কাছে গেলে, তিনি তাঁদের এই আশ্বাস দেন।
আটের দশকের শেষের দিকে কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ পৈশাচিক রূপ ধারণ করে। সেই সময় কাশ্মীরে বসবাসকারী মানুষদের উপর অকথ্য অত্যাচার চালায় পাক মদতপুস্ট সন্ত্রাসবাদীরা। কাশ্মীরি পণ্ডিত ও শিখ সম্প্রদায়ের লোকেদের উপর অন্যায়ভাবে অত্যাচার চালানো হত। পুরুষদের জোর করে ধর্মান্তরিত করা হয়। যারা রাজি হতেন না, তাঁদের অবলীলায় হত্যা করা হত। সেই সময় প্রায় ১ লক্ষ্ কাশ্মীরি পণ্ডিত কাশ্মীর ছেড়ে পালিয়ে দিল্লী চলে আসেন।
গত মঙ্গলবার উৎপল কাউল (Utpal Kaul), কর্নেল তাজ টিক্কু (Cornel taj tkku), ড. সুরিন্দার কাউল (dr. surindar kaul), সঞ্জয় গাঞ্জু (sanjay ganju), পরীক্ষিৎ কাউলেরা (porikkhit kawl) নিজেদের অস্তিত্বের জন্য অমিত শাহের কাছে যান। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার জন্য তাঁরা ধন্যবাদ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কাশ্মীর উপত্যকায় নিজেদের সুস্থ স্বাভাবিক এবং সম্মানীয় জীবন-যাপনের অনুরোধ করেন। তাদের এই অনুরোধ মেনে নেন অমিত শাহ। কাশ্মীরে দশটি উপনগরী করার কথা বলেন তিনি। এবং আরও জানান, কাশ্মীরে যেসমস্ত মন্দিরগুলো শত্রুদের অত্যাচারের ফলে ধবংস হয়ে গেছে, সেগুলো পুনসংস্কার এবং পুনর্নিমান করা হবে।
কাশ্মীরি পণ্ডিতরা সংবাদমাধ্যমকে জানায়, অমিত শাহ তাঁদের কথা রেখেছেন। তাঁদের অস্তিত্ব রক্ষার জন্য তিনি কাশ্মীর উপত্যকার দশটি জেলাতেই কাশ্মীরি পণ্ডিতদের জন্য উপনগরী করার সিদ্ধান্ত নেন। এবং তাঁদের দিকে বিশেষ নজর দেওয়া হবে।