বাংলাহান্ট ডেস্ক : উচ্চশিক্ষা লাভ করেও কপালে চাকরি জুটছে না। নেই তেমন কোনও কর্মসংস্থানের সুযোগও। বেকারত্বের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছেন অনেকেই। সব মিলিয়ে টেনশন সবার রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই অবস্থা থেকে মুক্তির আশায় এবার রীতিমতো ঘটা করে টেনশন দেবতার পুজোয় মাতলেন মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। পরিস্থিতি বদলাতে মেখলিগঞ্জে তেত্রিশ কোটি দেবতার তালিকায় এবার নতুন সংযোজন টেনশন দেবতা।
পুরোহিত ডেকে রাস্তার ধারে ঘটা করে তারা টেনশন দেবতার আরাধনা করে নিজেদের টেনশন দূর করে, চাকরি সহ কর্মসংস্থানের মানত করলেন দেবতার কাছে। পুরোহিতও টানা মন্ত্র পড়ে গেলেন। প্রসাদের মধ্যে ছিল কলা, সন্দেশ, নারকেল, এছাড়াও বিভিন্ন সামগ্রীক, পুজোর প্রস্তাব নিয়ে বিভিন্ন পুরোহিতের সঙ্গে যোগাযোগ করেন উদ্যোগী যুবকরা। কিন্তু আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে কে এই টেনশন দেবতা? কোথা থেকে আবিভাব হলো তার?
এই দেবতার রূপই বা কেমন, মন্ত্রই বা কি হবে? এইসবই তাদের অজানা। এরপর ওই যুবকরা নিজেরাই উদ্যোগী হন। নিজেদের মধ্যে আলোচনা করে একটি পাথরের উপর রং করে চোখ মুখ এঁকে সেটিকে দেবতার রূপ দেবার চেষ্টা করেন। সেই হাতে তৈরি দেবতাকে রাস্তার পাশে একটি গাছের নীচে বসিয়ে বেদি বানিয়ে টেনশন পুজো শুরু করেন। এরপর থেকে অবশ্য শুধু বেকার যুবকরাই নন, গ্রামের বড়, ছোট সকলেই টেনশনে পড়লে এই দেবতার কাছে প্রার্থনা করে যাচ্ছেন। যাতে তাদের সব কর্মসংস্থান, পরিস্থিতি বদলাতে পারে ।