বাড়িতে মজুত থাকা বোমায় ভয়াবহ বিস্ফোরণ! মুর্শিদাবাদে ধ্বংসস্তূপে পরিণত হল তৃণমূল কর্মীর বাড়ি

Published on:

Published on:

Terrible explosion at Trinamool worker's house in Murshidabad.

বাংলা হান্ট ডেস্ক: তৃণমূল কর্মীর বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণ! শুধু তাই নয়, বিস্ফোরণের তীব্রতায় রীতিমতো বাড়ির একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলেও জানা গিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ায়।

মুর্শিদাবাদে (Murshidabad) ধ্বংসস্তূপে পরিণত হল তৃণমূল কর্মীর বাড়ি:

প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, তৃণমূল কর্মী কায়েম শেখের বাড়িতে (Murshidabad) এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মূলত, বাড়িতে বোমা মজুত ছিল বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, মজুত থাকা বোমাতেই বিস্ফোরণ ঘটে বলে অনুমান করা হচ্ছে।

Terrible explosion at Trinamool worker's house in Murshidabad.

এদিকে, বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশের দেওয়াল সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশও। এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন তাঁরা একটি আওয়াজ শুনতে পেলেও সেটা যে বোমা বিস্ফোরণের শব্দ তা বুঝতে পারেননি।

আরও পড়ুন: ৪০ কিমি মাইলেজ, রয়েছে সানরুফ! নতুন রূপে ফিরছে রতন টাটার স্বপ্নের গাড়ি Nano, দাম মাত্র এত টাকা

তিনি বলেন, “আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। আওয়াজ শুনে আমরা ভেবেছিলাম হয়তো বাজ পড়েছে। তারপরে শুনলাম সেটা নাকি বোমার আওয়াজ ছিল।” এদিকে, তৃণমূল কর্মীর বিষয়ে তিনি বলেন, “কায়েম তৃণমূল দলের সঙ্গে যুক্ত। কীভাবে এই বোমা বিস্ফোরণ ঘটল তা অজানা।”

আরও পড়ুন: চিনের প্রতি মোহভঙ্গ? মুইজ্জুর উদ্যোগেই মলদ্বীপ সফরে যাচ্ছেন মোদী! দুই দেশের মধ্যে ঘুঁচবে দূরত্ব

প্রসঙ্গত উল্লেখ্য যে, ওই স্থানীয় বাসিন্দা (Murshidabad) আরও জানান সম্প্রতি কায়েম শেখের বাবা মারা যান। যার ফলে বাড়িতে কেউ ছিলনা। সেই সুযোগে কেউ বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। অর্থাৎ, ফাঁকা বাড়িতেই এই বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ফেটে যাওয়া বোমার কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছে। বিষয়টির পরিপ্রেক্ষিতে, হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ জানিয়েছেন, “আমরা দাবি করছি যে, বোমা মজুত বা বিস্ফোরণের ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে পুলিশ তাদের অবিলম্বে গ্রেফতার করুক।”