ভয়ানক খবর:চুম্বন থেকে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস, জারি হল নিষেধাজ্ঞা

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাসের (Coronavirus) হাত থেকে বাঁচতে হলে, চুম্বন থেকে থাকতে হবে শত হস্ত দূরে। ছোঁয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভাইরাসের হাত থেকে বাঁচতে গেলে করা যাবে না চুম্বন। এমনই এক ভয়ানক খবর জারী করল মেট্রো রেল কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে বিভিন্ন নিয়ম নিতির মধ্যে চুম্বনের বিষয়টিও উল্লেখ করলেন তাঁরা।

maxresdefault 79
চীনের (China) হুবেই প্রদেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ভয়ে এখন বিশ্ববাসী আতঙ্কিত। ধীরে ধীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে সমগ্র বিশ্বে। এই ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন রকম নিয়ম মেনে চলতে বলছেন। প্রধানত স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভাইরাসের থেকে মুক্তি পেতে আক্রান্ত ব্যক্তির থেকে ৩-৬ ফুট দূরত্ব বজায় রাখার কথা বলেছেন তাঁরা। ভালো করে সাবান দিয়ে হাত পা ধুতেও বলা হয়েছে।

মেট্রোতে প্রতিদিন গড়ে ৬ লক্ষেরও বেশি মানুষ চলাচল করে। তাই করোনা ভাইরাসকে রুখতে মেট্রো কর্তৃপক্ষ এক উদ্যোগ গ্রহণ করে। শুক্রবার থেকে করোনাভাইরাস নিয়ে ইস্ট-ওয়েস্ট এবং কলকাতা (Kolkata) মেট্রো স্টেশনগুলিতে বিভিন্ন রকম প্রচার চালানো হয়। বিভিন্ন বিধি নিষেধ মেনে চলতেও বলা হয় সাধারণ মানুষ থেকে শুরু কত্রে সকলকে। আর সেই বিধি নিষেধের তালিকায় ছিল চুম্বনও। এ বিষয়ে পোস্টার বানিয়ে তা মেট্রো স্টেশনগুলিতে দেওয়াও হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের জারী করা এই নির্দেশিকা দেখে এক নিত্যযাত্রী মন্তব্য করেন, ”বিভিন্ন জায়গা থেকে এই ভাইরাস নিয়ে বিভিন্ন সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে আলাদা ভাবে চুম্বন নিয়ে এ ধরনের সতর্কবার্তার কথা আগে কখনো শুনিনি।” কলকাতা মেট্রোর তরফ থেকে নেওয়ায় এই অভিনব উদ্যোগকে যেমন অনেকে সাধুবাদ জানিয়েছেন, তেমনই আবার অনেকে বাঁকা মন্তব্যও করেছেন।


Smita Hari

সম্পর্কিত খবর