দুমকায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ জওয়ান

Published On:

বাংলা হান্ট ড়েস্ক: মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে তোলপাড় অবস্থা এখন ঝাড়খণ্ডের দুমকায়। এক এসএসবি জওয়ান শহিদ হয়েছেন মাওবাদীদের গুলিতে। আরও ৪ জওয়ান আহত হয়েছেন ঘটনাস্থলে। তাদের হেলিকপ্টারে করে রাঁচিতে আনা হয়েছে চিকিৎসার জন্য।

রবিবার সকালে ঝাড়খণ্ডের রামেশ্বর থানা এলাকার কাঠালিয়া গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায় মাওবাদীদের। নীরজ ছেত্রী নামে এক এসএসবি জওয়ান ঘটনাচক্রে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন, জানা গেছে দেহ থেকে বুলেট বের করার সময়েই মৃত্যু হয় তাঁর।

দুমকার পুলিস সুপার এয়াই এস রমেশ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘গোপন সূত্রে খবর পাওয়া যায় রামেশ্বর থানা এলাকার এক গ্রামে লুকিয়ে রয়েছে ১৫-২০ জন মাওবাদী। এসএসবি জওয়ানরা এলাকায় পৌছালে মাওবাদীদের সঙ্গে শুরু হয়ে যায় লড়াই।’ জানা গেছে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ৪-৫ মাওবাদী।

X