বাংলাহান্ট ডেস্ক : দিন কয়েক আগেই কানাডায় নতুন রেস্তোরাঁ খুলেছিলেন কপিল শর্মা (Kapil Sharma)। কদিন যেতে না যেতেই সন্ত্রাসবাদী হামলা হল সেই ‘ক্যাপ’স ক্যাফে’তে। বুধবার রাতে কানাডার সারে-তে এই রেস্তোরাঁয় আচমকাই হামলা চালান বন্দুকবাজরা। জানা গিয়েছে, খালিস্তানি সন্ত্রাসবাদী হরজিৎ সিং লাড্ডি এই ঘটনার দায় স্বীকার করেছেন।
কপিলের (Kapil Sharma) কানাডার রেস্তোরাঁয় সন্ত্রাসবাদী হামলা
একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ক্যাফের সামনে একটি গাড়িতে বসে এক ব্যক্তি গুলি চালাচ্ছেন। অন্তত নয় রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে খবর। জানা যাচ্ছে, এই হরজিৎ সিং আসলে বব্বর খালসা ইন্টারন্যাশনালের সদস্য এবং সন্ত্রাস বিরোধী সংগঠন এনআইএর ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদী।
হামলার কারণ কী: কিন্তু এমন কাজ হঠাৎ কেন করলেন তিনি? জানা যাচ্ছে, কপিল শর্মার (Kapil Sharma)bকিছু মন্তব্যে নাকি রুষ্ট হয়েছিলেন হরজিৎ সিং। তাতেই এই হামলার নির্দেশ। শুটিংয়ের পরেই দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ এবং ফরেনসিক টিম। ইতিমধ্যে এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত। তবে হতাহতের কোনো খবর মেলেনি।
আরো পড়ুন : বাজার ছেয়ে গিয়েছে ‘নকল’ ইলিশে, আসল কিনা বুঝবেন কী করে? বাজার যাওয়ার আগে জেনে নিন টিপস
কে এই হরজিৎ সিং: উল্লেখ্য, এই হরজিৎ সিং এর বিরুদ্ধে আগে থেকেই রয়েছে খুনের মামলা। গত বছর পঞ্জাবের রূপনগরে বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ প্রভাকরকে খুনের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই থেকেই এনআইএর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম রয়েছে হরজিতের। এমনকি রিপোর্টে প্রকাশ, কানাডার (Kapil Sharma) শীর্ষ ইন্টেলিজেন্স এজেন্সির তরফে দাবি করা হয়, কানাডায় বসে খালিস্তানি সন্ত্রাসবাদীরা ভারতে হিংসা ছড়ানোর পরিকল্পনা করছে।
আরো পড়ুন : ‘বাংলায় কথা বলতে লজ্জা লাগে?’ তুমুল ট্রোলের মুখে পড়ে শেষমেষ জবাব প্রসেনজিতের
প্রসঙ্গত, মাত্র কিছুদিন আগেই কানাডায় নিজের প্রথম রেস্তোরাঁ খুলেছিলেন কপিল (Kapil Sharma)। জনপ্রিয় কমেডিয়ান কপিলের (Kapil Sharma) রেস্তোরাঁর ব্যবসায় এটাই ছিল শুরু। আর প্রথম পদক্ষেপেই এমন একটা ঘটনায় বড়সড় ধাক্কা খেয়েছেন তিনি। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি কপিল শর্মা।