রাশিয়ায় ভয়াবহ জঙ্গি হামলা! গলা কেটে গুলি, নিহত ৭ সন্ত্রাসী সহ ১৫ পুলিশ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: রবিবার সুদূর রাশিয়ায় (Russia) বুকে রক্তক্ষয়ী হামলা (Attack) চালিয়েছে একদল সন্ত্রাসবাদী (Terrorist)। দেশের বেশ কয়েকটি ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে পুলিশকে লক্ষ্য করে একদল বন্দুকধারী হামলা চালায়। রাশিয়ার দাগেস্তানের রাজধানী মাখাচকালা এবং উপকূলীয় শহর ডারবেন্টে এই ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গিরা।

এদিনের এই জঙ্গী হামলায় পাদরি-সহ কমপক্ষে ১৫ জন পুলিশ কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন মোট ১২জন।যার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, পুলিশের গুলিতে ৬ বন্দুকধারী নিহত হয়েছে। রবিবার ঘটনাটি ঘটেছে রাশিয়ার দাগেস্তানের রাজধানী মাখাচকালা এবং উপকূলীয় শহর ডারবেন্টে এই হামলার ঘটনা ঘটেছে।

এদিন এই সমস্ত সন্ত্রাসবাদীদের মূল টার্গেট ছিল ইহুদী মন্দির এবং সেই সমস্ত মন্দিরের পাদরিরা। এদিন তাদের সন্ত্রাসী হামলা চালানোর ঘটনা শুনলেই ভয়ে গা শিউরে উঠবে। জানা যাচ্ছে, এদিন বন্দুকধারী একদল দুষ্কৃতী প্রথমে মন্দিরে ঢুকে পড়ে। তারপর মন্দিরের দায়িত্বে থাকা ইহুদি পাদরিদের  প্রথমে গলা কেটে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: মহুয়ায় অরুচি কৃষ্ণনগর শহরে, ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৪টিতেই জিতে রেকর্ড BJP-র

এদিন সন্ত্রাসীরা থানায় ঢুকে ১৫ জনেরও বেশি পুলিশকে গুলিবিদ্ধ করেছেন। এই সন্ত্রাসী হামলায় আহতও হয়েছেন বহু মানুষ। নিহত ও আহতের সংখ্যা সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ না করলেও রাশিয়ার পুলিশও ৭ সন্ত্রাসীকে হত্যা করেছে।  রাস্তায় পুলিশের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে শিউরে উঠেছেন মানুষ।

এদিন সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসী হামলার যে  ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে ইহুদিদের গির্জা গুলি আগুনে দাউদাউ করে জ্বলছে , আর স্থানীয় মানুষজন ভয়ে আর্তনাদ করে চারিদিকে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছেন। মাত্র ৩ মাস আগেই মস্কোর কাছে একটি কনসার্ট হলে ইসলামিক স্টেটের করা হামলায় ১৪৫ জন নিহত হয়েছিল। তারপর আবার এই সন্ত্রাসী হামলায় ভয়ে শিউরে উঠেছেন রাশিয়া বাসী।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X