এবার পাক সেনার উপরই সন্ত্রসবাদী হামলা! আফগান সীমান্তে মৃত ২ সেনা আধিকারিক, আতংকে জওয়ানরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : খাদ্য ও অর্থনৈতিক সংকটের সঙ্গে এবার যুক্ত হল সন্ত্রাসবাদী হামলাও (Terrorist Attack on Pakistan Army)। আফগানিস্তান (Afghanistan) সীমান্তে এই হামলায় পাক সেনার ২ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাকিস্তানের সেনা সূত্রে গত কাল সোমবার এই ঘটনার খবর প্রকাশ করা হয়। গত রবিবার উত্তর ওয়াজিরিস্থান জেলার স্পিনওয়ার্ম এলাকায় এই হামলা হয় বলে খবর।

পাকিস্তানের সেনা সূত্রে খবর, জঙ্গি অতর্কিত হামলার জবাব দ্রুতই দিতে শুরু করে জওয়ানরা। সেনাদের গুলিতে নিহত হয় ২ জঙ্গি। কিন্তু দু:খের বিষয় ২ পাকিস্তানি আধিকারিকও নিহত হন এই গুলির লড়াইয়ে। জীবিত জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।

সম্প্রতি, জঙ্গি হামলা নিয়ে টিভি চ্যানেলগুলির উপর সেন্সর জারি করেছে পাক সরকার। জঙ্গি হামলার কোনও খবরই আর চ্যানেলে সম্প্রচার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের খবর দেশের পাশাপাশি প্রবাসী পাকিস্তানীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে, তাই এই নিষেধাজ্ঞা বলেই দাবি করেছে শাহবাজ শরিফ সরকার।

পাকিস্তানের সংবাদমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় ২০১৫ সালের বিধানগুলি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থার মতে, দেশের কোথাও জঙ্গি হামলা বা বিস্ফোরণের ঘটনা ঘটনাস্থল থেকে সম্প্রচার করার জন্য টিভি চ্যানেলগুলির মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হয়। অনেক সময় প্রকৃত সত্যতা যাচাই না করেই সংবাদ পরিবেশন করা হয়ে থাকে বলে মত ওই সংস্থার।

এর আগে সন্ত্রাসবাদ নিয়ে মুখ খুলেছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, জঙ্গি হামলা পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা। তাঁর কথায়, ‘আমাদের কোনও ভুল করলে চলবে না। সন্ত্রাসবাদ পাকিস্তানের প্রথম সমস্যা, এটা মেনে নিতে হবে। আমাদের সেনা এবং নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করছে। জঙ্গি হামলার নিন্দায় কোনও শব্দই যথেষ্ট নয়।’

সম্পর্কিত খবর

X