বাংলাহান্ট ডেস্ক : অপারেশন সিঁদুরের ক্ষত এখনও পর্যন্ত সামলে উঠতে পারেনি পাকিস্তান (Pakistan)। পহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে চালনা করা হয় অপারেশন সিঁদুর। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের প্রায় ১০০ কিমি ভেতরে ঢুকে ৯ টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ দুরমুশ করে দিয়ে আসে ভারতীয় সেনা। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে (Pakistan) স্পষ্ট এবং কড়া বার্তা দিয়েছে ভারত। কিন্তু সতর্কবার্তা সত্ত্বেও শোধরানোর নাম নেই পাকিস্তানের। এই আবহেই ভারতীয় গোয়েন্দারা বড় আপডেট দিয়েছেন। অপারেশন সিঁদুরে যে জঙ্গি ঘাঁটিগুলি ভাঙা পড়েছিল সেগুলিকে আবারও বানানোর কাজ শুরু করেছে পাকিস্তান। এক্ষেত্রে মদত জোগাচ্ছে পাক (Pakistan) সেনা এবং আইএসআই।
অপারেশন সিঁদুরের পর নতুন জঙ্গি প্রশিক্ষণ শিবির গড়ে উঠল পাকিস্তানে (Pakistan)
ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর এসে পৌঁছেছে ৯০ দিনের মধ্যেই নাকি ১৫ টি জঙ্গি প্রশিক্ষণ এবং লঞ্চপ্যাড গড়ে উঠেছে পাক (Pakistan) অধিকৃত কাশ্মীরে। জানা যাচ্ছে, পাক সেনা এবং বিভিন্ন পাকিস্তানি সংস্থাগুলির সাহায্যে এত বাড়বাড়ন্ত জঙ্গি গোষ্ঠীগুলির। ভারতীয় সেনার থেকে আড়ালে বেড়ে উঠতে একাধিক কৌশল রপ্ত করেছে পাক (Pakistan) মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলি। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নজরদারি এড়িয়ে চলছে প্রশিক্ষণ।
কোথায় গড়ে তোলা হয়েছে শিবিরগুলি: পাক অধিকৃত কাশ্মীরের কেল, সারডি, জুরা, লিপা উপত্যকা, জানকোট, চাকোঠি এলাকায় গড়ে উঠেছে তালিম শিবিরগুলি। অন্যদিকে জম্মুতে সীমান্তবর্তী এলাকায় গড়ে তোলা হয়েছে চারটি লঞ্চপ্যাড। পাশাপাশি শাকারগড়ে একটি ড্রোন সেন্টারকেও কার্যকর করে তোলা হয়েছে বলে খবর গোয়েন্দা সূত্রে। জানা যাচ্ছে, একসঙ্গে যাতে বেশি ক্ষতি, মৃত্যুর ঘটনা না ঘটে, তাই এবার ছড়িয়ে ছিটিয়ে গড়ে তোলা হয়েছে প্রশিক্ষণ শিবিরগুলি। আনুমানিক ২৪-২৫ জনের থাকার মতো এক একটি ছোট ছোট শিবির গড়ে তোলা হয়েছে। অথচ আগে প্রায় ৫ গুণ বেশি জঙ্গি থাকার মতো ঘাঁটি গড়ে তোলা হত।
আরও পড়ুন : বাদুড়ঝোলা ভিড়ে লাফিয়ে বাড়ছে দুর্ঘটনা, মেট্রোর মতোই এবার লোকাল ট্রেনেও বন্ধ হবে দরজা
বদল হয়েছে একাধিক নিয়ম: জঙ্গি প্রশিক্ষণের ক্ষেত্রে নিয়মে বদল আনা হয়েছে বলে খবর। জঙ্গি গোষ্ঠীগুলি আরও বেশি পরিমাণে মহিলা এবং শিশুদের তালিম দিচ্ছে যাতে ভারত অভিযান চালালে এদের এগিয়ে দেওয়া যায়। মহিলা এবং শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে পাক (Pakistan) মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলি।
আরও পড়ুন : বড় স্বস্তি মধ্যবিত্তের, ডায়াবিটিস-হৃদরোগের সঙ্গে শিশুদের জন্য প্রাণদায়ী ৩৫ টি ওষুধের দাম কমাল কেন্দ্র
গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিদের তালিমের ক্ষেত্রে প্রযুক্তি উন্নত করার দিকে বেশি জোর দেওয়া হয়েছে। নজরদারির ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হচ্ছে বেশি। সূত্রের খবর, নজরদারি এড়াতে গভীর জঙ্গলে গড়ে তোলা হয়েছে শিবিরগুলি। পাশাপাশি মজুত রাখা হয়েছে উপগ্রহ ছবি এড়ানোর মতো আধুনিক প্রযুক্তি। শিবিরগুলি পুনর্নির্মাণ করতে আইএসআই প্রায় ১০০ কোটি টাকা ঢেলেছে বলে অনুমান গোয়েন্দাদের।