বাংলা হান্ট ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ফের পুলিশ-সিআরপিএফ যৌথ বাহিনীর ওপর হামলা করল একদল জঙ্গি। আজ এই ঘটনাটি ঘটেছে শ্রীনগরের হাওয়াল এলাকার সাজগারিপোরায়। ঘটনায় এক পুলিশকর্মী ও এক সাধারণ নাগরিক আহত হয়েছেন। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
পুলিশ সূত্রে খবর, সাজগারিপোরায় নিরাপত্তা বাহিনীর এক নাকা পার্টির ওপর হঠাৎ করেই গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। ঘটনায় ফারুক আহমেদ নামে এক এক পুলিশকর্মীর পায়ে গুলি লাগে। আহত হন এক সাধারণ নাগরিকও। তাদের দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Jammu and Kashmir: Terrorists attacked a joint party of Police and CRPF at Sazgaripora, Hawal in Srinagar today. One Police personnel and a civilian injured. Area cordoned off to nab the terrorists. More details awaited.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/fBmORdB3wE
— ANI (@ANI) December 6, 2020
https://platform.twitter.com/widgets.js
উন্যদিকে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় দুই পাকিস্তানি নাবালিকাকে আটক করেছে ভারতীয় সেনা। রবিবার সকালে তারা পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে পড়ে। সেখানে টহলরত জওয়ানরা তাদের আটক করে। ওই দুই নাবালিকার নাম লাইবা জাবাইর [১৭] ও তার বোন সানা জাবাইর [১৩]। তারা পথ ভুলেই এপাড়ে চলে এসেছিল বলে জানা গিয়েছে। তাদের দ্রুত পাকিস্তানে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।