জম্মু কাশ্মীরের সেনার উপর হামলা জঙ্গিদের, আহত হলেন চার জওয়ান

বাংলা হান্ট ডেস্কঃ জঙ্গিরা বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার শামসিপোরা এলাকায় কাপুরুষচিত কাজ করে। সেনা রোড ওপেনিং পার্টিকে নিশানা করে জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়। এই হামলায় সেনা চার জওয়ান আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা করানোর পর সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেনার মুখপাত্র এই হামলার কথা জানান।

সেনার উপর জঙ্গি হামলার পর গোটা এলাকাটিকে ঘিরে ফেলে হামলাকারীদের উদ্দেশ্যে তল্লাশি চালানো হয়। আরেকদিকে, গতমাসে জঙ্গিদের এক হামলায় এক নাগরিক এসকেআইএমএস হাসপাতালে ভর্তি ছিল। তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর