কাশ্মীরের বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলা জঙ্গিদের! আহত আট নাগরিক

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ কাশ্মীরের অবন্তিপুরার ত্রাল বাস স্ট্যান্ডে শনিবার জঙ্গিরা গ্রেনেড হামলা করে। এই হামলায় আটজন নাগরিক আহত হয়েছেন। চিকিৎসা জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক বরিষ্ঠ পুলিশ আধিকারিক জানান, বাস স্ট্যান্ড ত্রালে জঙ্গিরা SSB জওয়ানদের উপর গ্রেনেড ছোঁড়ে। জঙ্গিদের ছোঁড়া গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার মধ্যেই ফেটে যায় বলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এই ঘটনায় আটজন নাগরিক সামান্য চোট পেয়েছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর সেনা গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে। এসপি অবন্তিপুরা এই ঘটনায় আট জন নাগরিকের আহত হওয়ার খবরের কথা স্বীকার করেন।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর