বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলায় (Kashmir Attack) একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। মঙ্গলবার পহেলগাঁও এর বৈসরণ উপত্যকায় পর্যটকদের উপরে হামলা করে কয়েকজন জঙ্গি। পর্যটকদের নাম জেনে, হিন্দু নিশ্চিত করেই নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে তারা। এই ঘটনায় ইতিমধ্যেই সন্দেহভাজন জঙ্গিদের ছবি প্রকাশ করেছে। এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। পাক মদতপুষ্ট লস্কর-এ-তৈবার শাখা সংগঠন তারা। পাশাপাশি গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, যে জঙ্গিরা হামলা (Kashmir Attack) চালিয়েছিল, তাদের মধ্যে তিনজন পাকিস্তানের।
কাশ্মীর হামলা (Kashmir Attack) নিয়ে প্রকাশ্যে বড় তথ্য
এবার এই ঘটনায় সামনে এল বিষ্ফোরক তথ্য। কাশ্মীর হামলায় (Kashmir Attack) নাকি দুটি প্ল্যান তৈরি ছিল জঙ্গিদের। প্ল্যান এ ব্যর্থ হলে প্ল্যান বি ধরে এগোয় তাঁরা। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছেন একতা তিওয়ারি নামে এক পর্যটক। জঙ্গিদের প্ল্যান বি এর কথা সামনে এনে তিনি দাবি করেছেন, এক জঙ্গির থেকে নাকি ওই পরিকল্পনার কথা শুনতে পেয়েছিলেন তিনি।
বড়সড় দাবি করেছেন এক পর্যটক: এক ব্যক্তির কথা প্রকাশ করেছেন ওই পর্যটক, যে নিজেকে খচ্চরের সহিস বলে পরিচয় দিয়েছিল। গোয়েন্দা সূত্রে খবর, ওই ব্যক্তি নাকি আসলে লস্কর জঙ্গি আসিফ ফৌজি। পর্যটক জানিয়েছেন, ওই ব্যক্তির কথাবার্তায় স্পষ্ট হয়ে গিয়েছিল যে জঙ্গিদের (Kashmir Attack) দুটো প্ল্যান ছিল। একতা জানান, ওই ব্যক্তির থেকে খচ্চর ভাড়া করা নিয়ে দামদর করতে গিয়েই নাকি সন্দেহ হয় তাঁর। সে সময় একটি ফোন আসায় মোজা থেকে থেকে ফোন বের করেন তিনি।
আরো পড়ুন : আদালত-কেন্দ্র বিতর্কে অবস্থান স্পষ্ট করল সরকার, ওয়াকফ আইন নিয়ে শেষ কথা বলে দিল দিল্লি
ঘুরতে পারে তদন্তের অভিমুখ: একতা আরো জানান, ওই ব্যক্তির ফোনে কথোপকথনও শুনেছিলেন তিনি। সেখানে নাকি ফৌজি বলছিলেন, প্ল্যান এ ব্যর্থ হয়েছে, এবার প্ল্যান বি তে কাজ হবে। ওই কথাগুলি শুনেই নিজের স্বামীকে একতা বলেছিলেন, যেভাবেই হোক ওই ব্যক্তির একটা ছবি মোবাইলে তুলতে হবে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পহেলগাঁওতে হামলার (Kashmir Attack) সময় উপস্থিত ছিল আসিফ ফৌজি। ওই ব্যক্তির ছবি এসে পৌঁছেছে গোয়েন্দাদের হাতে। এতে তদন্তের অভিমুখও ঘুরতে পারে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন : মিথ্যে পরিচয়ে বিয়ে, চলছে একাধিক মামলা? কাশ্মীর হামলায় মৃত বিতানের স্ত্রী বাংলাদেশি! পরিবারেই উঠল অভিযোগ
জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের হ্যান্ডলারদের মাধ্যমে পহেলগাঁওতে হামলার ছক কষা হয়েছিল। এমন পর্যটনস্থল খোঁজা হয়েছিল যেখানে নিরাপত্তা ব্যবস্থা কম অথচ পর্যটক প্রচুর। এমনকি ওপার থেকে জঙ্গিদের কাছে রিয়েল টাইমে নানান নির্দেশও নাকি পাঠানো হচ্ছিল।