বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় একটি গাড়ি তৈরির সংস্থা টেসলার সৌজন্যে এবার প্রকাশ্যে এল একটি বড় খবর। জানা গিয়েছে, যাত্রীরা স্টিয়ারিং না ধরলেও ইলন মাস্কের তৈরি এই অটোমেটিক গাড়ি এবার ছুটবে ভারতের (India) রাস্তায়। তবে, এই গাড়ি কেনার জন্য কিন্তু কোটি টাকা খরচ করার দরকার নেই।
ভারতে (India) মিলবে টেসলার গাড়ি
জানা গিয়েছে, মাত্র ২১ লাখ টাকাতেই মিলবে টেসলার এই চারচাকা যেটা কিনা চলবে আপনা-আপনিই। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাসের মধ্যেই ভারতের (India) মাটিতে রিটেল ব্যবসা শুরু করবে মাস্কের সংস্থা টেসলা (Tesla)। সংস্থার বার্লিনের কারখানা থেকে এই গাড়ি ভারতে আমদানি করা হবে। প্রাথমিক স্তরেই প্রচুর টেসলা গাড়ি আনার পরিকল্পনা আছে।
আরোও পড়ুন : TRP তুলেও “কদর” নেই সোনার সংসারে, মাত্র ২০ বছর বয়সে ‘ফুলকি’ দিব্যানীর পারিশ্রমিক কত জানেন?
সূত্রের খবর, ইতিমধ্যেই অবশ্য সংস্থার তরফে রিটেল অপারেশনের জন্য দুটি জায়গা বেছে নেওয়া হয়েছে। তবে ভারত সরকারের বেশ কিছু সিদ্ধান্তের ওপরই ব্যবসা শুরুর সবটাই নির্ভর করছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারত সরকার শুল্ক সংক্রান্ত বিষয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর রাখছে বিশ্বের সবচেয়ে বড় ইভি কোম্পানি টেসলা।
আরোও পড়ুন : জিভে জল আনা ফুচকা থেকে ভাইরাল “উজ্জ্বলদার বিরিয়ানি”! কী কী ছিল জি সোনার সংসারের মেনুতে?
ইতিমধ্যেই সরকারি সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এপ্রিল মাসে ভারতে আসবেন টেসলার আধিকারিকরা। প্রধানমন্ত্রীর দফতরের একাধিক শীর্ষ কর্তা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসার প্ল্যান রয়েছে তাদের। ওই বৈঠকে ভারতে টেসলার বিনিয়োগ পরিকল্পনা, ফ্যাক্টরির সম্ভাব্য স্থান, ভারতে ইলেকট্রিক ভেহিকল তৈরি নিয়ে সরকারি নীতি কী হবে, সে সম্পর্কে আলোচনা হবে।
আপাতত দেশের (India) দুই মহানগর দিল্লি এবং মুম্বই রয়েছে তাদের পছন্দের তালিকায়। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সাল থেকেই ভারতে (India) প্রবেশের চেষ্টা চালাচ্ছিল টেসলা। কিন্তু উচ্চ আমদানি শুল্ক বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে, বলাই বাহুল্য ভারতে টেসলা কারখানা তৈরি করলে প্রতিবছর দেশের মাটিতে উৎপন্ন হবে প্রায় ৫ লক্ষ ইলেকট্রিক গাড়ি।