ফের কপাল পুড়তে চলেছে চীনের! এবার ভারতে আসছে টেসলা! ড্রাগনের দেশে ব্যবসা বন্ধ করবেন মাস্ক?

বাংলা হান্ট ডেস্ক: বড় ধাক্কা খেতে চলেছে চীন (China)! শীঘ্রই ভারতের রাস্তায় চলবে ইলন মাস্কের (Elon Musk) টেসলা (Tesla)। উল্লেখ্য, সম্প্রতি ভারতে অ্যাপেল এসেছে। উৎপাদনও হচ্ছে। আর এবার মাস্কের টেসলাও শীঘ্রই দেশে প্রবেশ করতে চলেছে।

জানা যাচ্ছে, ২০২৪ সালে জানুয়ারি মাসে টেসলাকে ভারতে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছে ভারত সরকার (Government of India)। ইলেকট্রনিক ভেহিক্যাল (Electronic Vehicle) উৎপাদনের জন্য ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে, টেসলার পথ সহজ করতে বিভিন্ন নিয়মে পরিবর্তন আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

   

মার্কিন সফরে গিয়ে ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তারপর থেকেই বৈদ্যুতিন গাড়ি উৎপাদনের দিকে মনোনিবেশ করেছে ভারত। সেই কারণে বেশ কয়েকটি নীতিতেও পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এই পরিবর্তনগুলি শুধুমাত্র টেসলা নয়, সব কোম্পানির জন্যই প্রযোজ্য হবে। আমদানি শুল্ক ও কমিয়ে ৬০ থেকে ৪০ শতাংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

এমনটা হলে, ভারতের রাস্তাতেও চলবে চালকহীন গাড়ি (Driverless Car)। এআই প্রযুক্তির মাধ্যমে চলবে এই গাড়ি। ফলে কোনও চালকের প্রয়োজন হবে না। এমনকী, কেউ নিজে গাড়ি চালানো না জানলেও অনায়াসেই এই গাড়ি কিনে ফেলতে পারবেন যে কেউ।

এদিকে ভারতের যখন পৌষ মাস অন্যদিকে চীনের সর্বনাশ! টেসলা-সহ একাধিক কোম্পানি চীন থেকে ব্যবসা গুটিয়ে ভারতে আসতে চাইছে। ভারতে শ্রমিকের প্রাচুর্যতা, সঙ্গে ১৪০ কোটি মানুষের বাজার সঙ্গে কেন্দ্রীয় সরকারের উদারমূলক নীতি দেখে এখানে কারখানা স্থাপন করতে চাইছে অনেক আমেরিকান কোম্পানি।

Avatar
Monojit

সম্পর্কিত খবর