বড়সড় ঝটকা খেলেন ইলন মাস্ক! টুইটার কিনতেই পতন টেসলার শেয়ারে! ক্ষতি কয়েক হাজার কোটির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এখন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘টুইটার’কে নিজের হাতের মুঠোয় নিয়েছেন। এই চুক্তিটি প্রযুক্তির দুনিয়ার তৃতীয় বৃহত্তম চুক্তি যার জন্য ইলন মাস্ককে ৪৪ বিলিয়ন ইউএসডি (ভারতীয় মুদ্রায় ৩.৩৭ লক্ষ কোটি টাকা) খরচ করবে। কিন্তু এরপরেও অস্বস্তিতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। একদিকে যেমন এই দুর্দান্ত কৃতিত্ব অর্জন করে লোকের প্রশংসা কুঁড়িয়েছেন, অন্যদিকে চুক্তি স্বাক্ষরের পরে তার ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলার শেয়ার তাকে বড় একটি ধাক্কা দিয়েছে।

ইউএস-এর একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গভীর রাতে, গত কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনার অবসান ঘটিয়ে যখন টুইটার বোর্ড ইলন মাস্কের প্রস্তাবে সম্মতি দেয় এবং টুইটারের কম্যান্ড তার হাতে তুলে দেওয়ার অনুমোদন দেয়, তার পরের দিন থেকেই মঙ্গলবার টেসলার শেয়ারের পতন শুরু হয় যা সহজে থামবে বলে মনে হয় না। মঙ্গলবার টেসলা ইনকর্পোরেটেডের শেয়ার ১২ শতাংশ পর্যন্ত কমেছে। এ কারণে কোম্পানিটির মার্কেট ক্যাপ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

ইলন মাস্কের টুইটার কেনার পর টেসলার শেয়ারের পতনের পর টেসলার বাজার মূল্য এক দিনে ১০০ বিলিয়ন ইউএসডি কমেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই চুক্তির আগে কোম্পানির মার্কেট ক্যাপ ছিল এক ট্রিলিয়ন ডলার, যা চুক্তির পরের দিনই ৯০৬ বিলিয়ন ডলারে নেমে আসে। এটি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং টেসলা, স্পেসএক্স-এর মতো কোম্পানির মালিকদের কাছে একটি বিরাট ধাক্কা বলে মনে করা হচ্ছে।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি খুব অল্প সময়ের মধ্যে, যাবতীয় জটিলতা মিটিয়ে টুইটারের মালিক হয়েছেন। এর আগে, টেসলার সিইও ইলন মাস্ক কোম্পানির ৯.২ শতাংশ শেয়ার কিনেছিলেন এবং কয়েক দিন পরে, তিনি টুইটার বোর্ডে একটি চিঠি লিখে কোম্পানিটিকে পুরোপুরি কিনে নেওয়ার একটি চমকপ্রদ অফার দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। ইলন মাস্ক প্রাথমিকভাবে টুইটারকে ৪৩ বিলিয়ন ডলারে (৩.২ লাখ কোটি টাকা) কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যার পরে সোমবার দেরীতে ৪৪ বিলিয়ন ডলারে (৩.৩৭ লাখ কোটি টাকা) চুক্তি সম্পন্ন হয়। মাস্কের অফার অনুযায়ী, তাকে টুইটারের প্রতিটি শেয়ারের জন্য ৫৪.২০ ইউএসডি (৪১৪৮ টাকা) দিতে হবে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর