বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি টেটের (Primary TET Exam) দিন পরিবর্তন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ১০ ডিসেম্বর বেলা ১২টা থেকে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে সোমবার হঠাৎই বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানায়, অনিবার্য পরিস্থিতির কারণে টেট পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। ১০ তারিখের বদলে ২৪ ডিসেম্বর নেওয়া হবে টেট। তবে এই তারিখ নিয়েও উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় বসছে পূর্ব নির্ধারিত গীতাপাঠের আসর। মহানগরে এক লক্ষ কণ্ঠে গীতাপাঠের অভিনব উদ্যোগ নিয়েছে, অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, সংসকৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম। তাই ওই একই দিনে টেটের পরীক্ষা নিয়ে শুরু হবে জল্পনা।
একই দিনে দুই মেগা ইভেন্ট। তাই টেট পরীক্ষা সুষ্ঠ ভাবে পরিচালনা করা যায় তা নিশ্চিত করতে বুধবার নবান্নে বৈঠকে পরীক্ষার নিরাপত্তার প্রসঙ্গ উঠে আসে। সূত্রের খবর, এই বিষয়ে প্রাথমিক শিক্ষা দফতরের এক আধিকারিকের কথায়, পূর্বে নেট পরীক্ষাও ব্রিগেড সভার মতো একই দিনে হয়েছিল। যদিও তখন কোনও সমস্যা হয়নি।
তবে এখানে আরেকটি ইস্যু হল পরীক্ষার্থীর সংখ্যা। নেট পরীক্ষার্থীর তুলনায় টেট পরীক্ষার্থীর সংখ্যা বহুগুণে বেশি। বুধবার এই নিয়ে নবান্নে বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। সচিবদের পাশাপাশি ডিএম বা তাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিঙ্গুরের মাটিতে প্রথম সরষের বীজ কে ছড়িয়েছিলেন? মেয়েদের স্কুলের প্রশ্ন নিয়ে জোর বিতর্ক
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসতে চলেছে গীতাপাঠের আসর। আর সেদিনই টেট। ফলে পরীক্ষার দিন বিভিন্ন দিক থেকে পরীক্ষার্থীদের আসতে সমস্যা হতে পারে। কারণ টেট দিতে ট্রেনে বাসে উপচে পড়বে পরীক্ষার্থীর ভিড়। অন্যদিকে গীতাপাঠারে আসরেও দূর দূরান্ত থেকে বিজেপির কর্মী সমর্থকরা আসবেন। ফলে যাতায়াতের বিরাট সমস্যা হতে পারে।
এই সমস্যার কথা মাথায় রেখে গতকাল বৈঠকে পরীক্ষার দিনগুলোতে যাতে সব জেলায় অতিরিক্ত বাস ও অন্যান্য যানবাহনের ব্যবস্থা করা হয়ে সেই নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা পরিবহন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।