এই শিক্ষকদের জন্য বড় পদক্ষেপ রাজ্য সরকারের

Published on:

Published on:

government of west bengal(9)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শিক্ষকদের জন্য বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট (TET) পাস করতে হবে। বেশ কিছু রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) কবে পদক্ষেপ করবে সেই নিয়ে চৰ্চা চলছিল। এরই মধ্যে টেট সংক্রান্ত সুপ্রিম নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য।

টেট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য | Government Of West Bengal

জানিয়ে রাখি, সর্বোচ্চ আদালতের টেট (TET) সংক্রান্ত রায়ের বিরুদ্ধে সরকারিভাবে রিভিউ পিটিশন (Review Petition) দাখিল করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গত ২৮শে নভেম্ব এই গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নিয়েছে রাজ্য। উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদও (WBBPE) সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়েও আদালতের দ্বারস্থ হয়েছিল।

সুপ্রিম কোর্টে পৃথকভাবে রিভিউ পিটিশন দাখিল করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর মতো প্রভাবশালী শিক্ষক সংগঠনগুলিও। এছাড়া এ রাজ্যের বাইরে তেলেঙ্গানা সরকার ও উত্তরাখণ্ড সরকারও রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ের আওতায় পড়বেন ১৫ থেকে ২০ বছর ধরে প্রাথমিক স্কুলে চাকরি করছেন, সেই সকল শিক্ষকরাও। ফলে অনেকে চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। পরিসংখ্যান বলছে, এ রাজ্যের প্রায় এক লক্ষ শিক্ষক-শিক্ষিকাকে টেট পরীক্ষা দিতে হবে নতুন করে। এরপরই বড় পদক্ষেপ নিল এ রাজ্যের সরকার।

জানিয়ে রাখি, এখনও মামলাটির শুনানির কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। বর্তমানে রিভিউ পিটিশনগুলিতে থাকা পদ্ধতিগত ত্রুটি-বিচ্যুতি সংশোধন বা ‘কিওর’ চলছে। এই প্রক্রিয়া মিটলে মামলাগুলি বিচারপতিদের চেম্বারে বিবেচনার জন্য পাঠানো হবে। তারপর বিচারপতিরা কি সিদ্ধান্ত নেন সেদিকে নজর রয়েছে সকলের।

tet(6)

আরও পড়ুন: রায় দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলী, প্রাথমিকে ৩২ হাজার চাকরি থাকবে না যাবে? আজ রায়দান হাইকোর্টে

উল্লেখ্য, সুপ্রিম নির্দেশ ছিল, টেট উত্তীর্ণ নয় এমন শিক্ষকদের পরবর্তী দু’বছরের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে। এমনটা না হলে চাকরি ছাড়তে হবে, অথবা, চূড়ান্ত সুযোগ-সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের পথে হাঁটতে হবে। তবে যাঁরা আগামী পাঁচ বছরে অবসর নেবেন, তাঁদের অব্যাহতি দেওয়া হয় সুপ্রিম রায়ে। এবার সুপ্রিম কোর্টে এই মামলা কোন মোড় নেয় সেদিকে নজর রয়েছে সকলের।