TET পাশ না থাকলে যাবে চাকরি? শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র

Published on:

Published on:

teachers(10)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ টেট নিয়ে টালবাহানা চলছে। গত বছরই সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দেয় সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট (TET) পাস করতে হবে। আদালত বলেছিল, টেট উত্তীর্ণ নয় এমন শিক্ষকদের (Teachers) পরবর্তী দু’বছরের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে। এমনটা না হলে চাকরি ছাড়তে হবে, অথবা, চূড়ান্ত সুযোগ-সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের পথে হাঁটতে হবে। এই নির্দেশের বিরোধীতা করে ইতিমধ্যেই মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে টেট পাস না করা শিক্ষকদের তালিকা তলব করল।

শিক্ষকদের জন্য কী বলা হয়েছে কেন্দ্রের গাইডলাইনে? Teachers

সম্প্রতি কেন্দ্র সরকার আগামী ১৬ই জানুয়ারির মধ্যে রাজ্যগুলিকে তাদের অবস্থান এবং সঠিক পরিসংখ্যান জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সুপ্রিম নির্দেশে সকল টেট পাশ না করা শিক্ষকদের আগামী ২ বছরের মধ্যে টেট পাস করা বাধ্যতামূলক বা ‘বাধ্যতামূলক অবসর’ দেওয়ার কথা বললেও যাঁরা আগামী পাঁচ বছরে অবসর নেবেন, তাঁদের অব্যাহতি দেওয়া হয় সুপ্রিম রায়ে।

রাজ্যে বর্তমানে কতজন শিক্ষক কর্মরত আছেন যারা এখনও টেট পাস করেননি, তার নির্ভুল সংখ্যা চাওয়া হয়েছে কেন্দ্র তরফে। একই সাথে এনসিটিই এর কোন গাইডলাইন মেনে ওই শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল? সেই সংক্রান্ত তথ্য বিস্তারে দিতে বলা হয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কী প্রভাব পড়তে পারে এবং রাজ্য সরকার এই পরিস্থিতিতে কী পদক্ষেপের কথা ভাবছে, সেই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

teachers(7)

কেন্দ্রের এই নির্দেশ সামনে আসতেই শিক্ষকমহলে দেখা দিয়েছে উদ্বেগ। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ের আওতায় পড়বেন ১৫ থেকে ২০ বছর ধরে প্রাথমিক স্কুলে চাকরি করছেন, সেই সকল শিক্ষকরাও। ফলে অনেকে চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। পরিসংখ্যান বলছে, এ রাজ্যের প্রায় এক লক্ষ শিক্ষক-শিক্ষিকাকে টেট পরীক্ষা দিতে হবে নতুন করে।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় বড় বদল! দক্ষিণবঙ্গে আরও ঠান্ডার সতর্কতা? আজকের আবহাওয়া

এরই মধ্যে কেন্দ্রের নির্দেশে বিভিন্ন শিক্ষক সংগঠনের মধ্যে গভীর উদ্বেগ। যে সমস্ত শিক্ষকের চাকরির মেয়াদ ৫ বছরের বেশি তাদের জন্য টেট পরীক্ষার প্রস্তুতি নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে।