বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি শিক্ষকদের (Teachers) নিয়ে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্যের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট (TET) পাস করতে হবে। ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতের নির্দেশ মত জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে ইতিমধ্যে চিঠিও দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। এরই মধ্যে এবার সুপ্রিম রায়ের বিষয়ে, রাজ্যের শিক্ষকরা দুটি পুনর্বিবেচনার আবেদন দাখিল করেছেন।
টেট বাধ্যতামূলক! সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল | TET
রাজ্যের শিক্ষকদের কথা ভেবে বেশ কিছু রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। এ রাজ্য এখনও কোনও আইনি পদক্ষেপ করে নি। এই আবহে শিক্ষকরাই নিজেদের স্বার্থে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন। সূত্রের খবর, ৯ অক্টোবর, বেলা সাহা বনাম আঞ্জুমান ইশা তালেম ট্রাস্টের মামলাটি ডায়েরি নং ৫৮৩৩৯/২০২৫ এর অধীনে দায়ের করা হয়েছে।
শিক্ষকদের জন্য বাধ্যতামূলক TET সংক্রান্ত সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। শিক্ষকদের পক্ষে কাজ করছে উস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সূত্রের খবর, এই পুনর্বিবেচনার আবেদনের সাথে মোট চারটি ইন্টারলোকিউটরি আবেদন দাখিল করা হয়েছে।
জানিয়ে রাখি, রাজ্যের শিক্ষকদের পক্ষ থেকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হলেও পশ্চিমবঙ্গ সরকার এখনও এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আমরা ভাবনা চিন্তা করছি। তার আগে নিয়ম-কানুন ও বিধি খতিয়ে দেখতে হবে।”
আরও পড়ুন: ফের ঘূর্ণাবর্ত! শুক্রবার থেকে আবার ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, জানুন আবহাওয়ার আগাম আপডেট
প্রসঙ্গত, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে টেট বাধ্যতামূলক হওয়ার নির্দেশ সামনে আসতেই নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কেরলের মত রাজ্যগুলি। শিক্ষকদের চাকরি বাঁচাতে বিভিন্ন শিক্ষক সংগঠন আইনি পদক্ষেপ করেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছে নানা রাজ্যের শিক্ষক সংগঠনগুলি। উত্তরপ্রদেশ সরকার ১৭ সেপ্টেম্বর রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে বলে সূত্রের খবর।