বাংলা হান্ট ডেস্কঃ চাকরির দাবিতে ফের পথে নামলেন ২০২২ সালের টেট উত্তীর্ণরা (TET Protest)। বৃহস্পতিবার সকাল থেকেই বিধানসভার গেট ঘিরে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি, প্রাথমিক স্তরে ৫০ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগ করা হোক এবং অবিলম্বে ইন্টারভিউয়ের নোটিস প্রকাশ করা হোক।
চাকরির দাবিতে বিধানসভার গেটে জড়ো শতাধিক চাকরিপ্রার্থী (TET Protest)
সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকে বিধানসভার ২ ও ৩ নম্বর গেট ঘিরে জড়ো হন শতাধিক চাকরিপ্রার্থী। হাতে পোস্টার ও গলায় স্লোগান তুলে ইন্টারভিউয়ের দাবিতে সরব হন তাঁরা (TET Protest)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন হয়। আন্দোলনকারীরা পথ অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাঁদের আটকাতে এগিয়ে যায়। তখনই শুরু হয় ধস্তাধস্তি।
ধস্তাধস্তির জেরে কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ রাস্তায় লুটিয়ে পড়েন। এক যুবতী আন্দোলনকারী পুলিশের পা ধরে কাকুতিমিনতি করতে থাকেন চাকরির জন্য। অন্যদিকে, একাধিক প্রার্থীকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার দৃশ্য চোখে পড়ে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলনকে (TET Protest) দমন করতে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করছে পুলিশ।
আগেও আন্দোলন (TET Protest) জানিয়ে পথে নেমেছিলেন প্রার্থীরা
গত অগাস্ট মাসেই রাজপথে নামেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা (TET Protest)। তখনও পুলিশি ধরপাকড়ে উত্তাল হয়েছিল কলকাতা। এমনকি মেট্রো স্টেশনের বাইরেও তাঁদের চ্যাংদোলা করে গাড়িতে তোলা হয়েছিল। তবুও তাঁদের দাবি আজও পূরণ হয়নি। ২০২৩ সালে ফলপ্রকাশ হলেও এখনও ইন্টারভিউ হয়নি, নিয়োগ হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।
আরও পড়ুনঃ বিধানসভায় মমতার নিরাপত্তারক্ষী বিতর্ক, স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুভেন্দুর
চাকরিপ্রার্থীদের দাবি, প্রাথমিক শিক্ষকের শূন্যপদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। তাই যত দ্রুত সম্ভব ইন্টারভিউয়ের নোটিস প্রকাশ করতে হবে। না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের (TET Protest) হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।