প্রাথমিকের ৩২০০০ চাকরি বাতিল মামলায় বড় আপডেট, জোড়া চাপে রাজ্য সরকার

Published on:

Published on:

tet scam(3)

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে সুপ্রিম কোর্টে আজ ফের শুনানি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার। অন্যদিকে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) উঠতে চলেছে প্রাথমিকের টেট দুর্নীতি সংক্রান্ত মামলা (TET Scam)। বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে চলছে। এসএসসি আবহে প্রাথমিকের টেট দুর্নীতি মামলা কোন মোড় নেয় সেদিকে নজর থাকবে সকলের।

সুতোর উপর হাজার হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য | TET Scam

নিয়োগে দুর্নীতির অভিযোগের জেরে প্রাথমিকের ৩২০০০ চাকরি বাতিল করে দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। রায়ের পাল্টা মামলা চলছে হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে। সেই মামলাই বৃহস্পতিবার শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।

হাইকোর্ট সূত্রে খবর, এদিন শুনানির জন্য মামলাটি ৩৯ নম্বরে তালিকাভুক্ত রয়েছে। দুপুর ২টো থেকে শুনানি শুরু হওয়ার কথা। গত শুনানিতেও ক্ষতিগ্রস্ত শিক্ষকদের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করছেন। আজকের শুনানিতেও ক্ষতিগ্রস্ত শিক্ষকদের পক্ষের আইনজীবীরা নিজেদের বক্তব্য রাখবেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ‘আমি না চাইলে আমায় ক্ষমতা থেকে সরানো যাবে না’, ভাষা বিতর্কে BJP-কে ওপেন চ্যালেঞ্জ মমতার

কোন মামলা?

২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ৪২ হাজার ৯৪৯ জন চাকরি পান। কিন্তু, নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে একাধিক ‘ক্রুটি’র কথা জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর প্রেক্ষিতে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দেন। নতুন নিয়োগের নির্দেশ দেওয়া হয় রাজ্যকে।

Calcutta High Court

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে বন্ধুত্বেই বাড়ছে সঙ্কট? ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের! পৌঁছল ৫০ শতাংশে

এরই মধ্যে হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ পাল্টা ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই মামলাই বর্তমানে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে চলছে। কলকাতা হাইকোর্টের রায়ের উপর ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি ঝুলছে।