চাহালের দুরন্ত বোলিংয়ে ভর করে জয়ে ফিরলো রাজস্থান, প্লে অফের দৌড়ে চাপ বাড়লো পাঞ্জাবের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শনিবারের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেল রাজস্থান রয়্যালস। যশস্বী জয়সওয়াল এবং যুজবেন্দ্র চাহালের দুরন্ত পারফরম্যান্সে ভর করে জয়ের সরণিতে ফিরলো সঞ্জু স্যামসনের দল। কিন্তু হারের পর প্লে অফের দৌড়ে চাপে পড়ে গেল পাঞ্জাব। যদিও পাঞ্জাবের হারে কিছুটা স্বস্তিতে থাকবে আরসিবি, কেকেআর, সানরাইজার্স হায়দরাবাদের মতো দলগুলি।

প্রথমে ব্যাট করতে নেমে আজও নিজেকে ওপেনিং থেকে সরিয়ে নেন পাঞ্জাব অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল। ধাওয়ান এবং ব্রিটিশ উইকেটরক্ষক জনি বেয়ারস্টো ইনিংস ওপেন করেন। ধাওয়ান আজ বাজে ভাবে ব্যর্থ হলেও শ্রীলঙ্কার রাজাপাকসা-কে ইনিংস এগিয়ে নিয়ে যান জনি বেয়ারস্টো। যদিও রাজাপাকসা ভালো শুরু করেও ২৭ রানের বেশি করতে পারেননি।

chahal ashwin

নিজে অর্ধশতরান করেন বেয়ারস্টো। ৪০ বলে ৫৬ রান করে তিনি চাহালের বলে এলবিডব্লিউ হন। অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল (১৫) মিডিল অর্ডারেও ব্যর্থ। কিন্তু তারপর উইকেটরক্ষক জিতেশ শর্মা (৩৮) এবং গত ম্যাচে দুরন্ত ব্যাটিং করা লিয়াম লিভিংস্টোনের (২২) ক্যামিওতে ভর করে বোর্ডে ১৮৯ রান তোলে পাঞ্জাব। নিজের চার ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩ টে উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে আবারও নিজের জায়গা শক্ত করেন চাহাল।

রান তাড়া করতে নেমে শুরু থেকে দাপট দেখাতে শুরু করে রাজস্থান। ১৬ বলে ৩০ রানের দুরন্ত ইনিংস খেলে রাজস্থান সুন্দর স্টার্ট দেন অরেঞ্জ ক্যাপের মালিক জস বাটলার। দেবদত্ত পাডিকলের জায়গায় ওপেনিং করতে ফেরা তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলে অর্শদীপের শিকার হলেও তাদের সমস্যা হয়নি। সঞ্জু স্যামসনের ঝোড়ো ২৩ রানের ইনিংসের পর ২ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে আসেন শেমরণ হেটমায়ার (৩১) এবং দেবদত্ত পাডিকল (৩১)।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর