Bangla Hunt Desk: নিজের সাত মাসের ছেলের থেকে আর বাবা ডাক শোনা হল না ভূপেন্দ্রর। পরিবারের সুখে দুঃখে আর কোনদিনই দাঁড়াতে পারবে না ভারতীয় সেনার (Indian army) এই জওয়ান। মাত্র ২৩ বছর বয়সেই দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন দিল। আর কোন দিনই ফিরবে না তাঁর নিজের বাড়ি।
ভারতীয় সেনাবাহিনী
ভারতীয় সেনারা নিজেদের পরিবার পরিজনকে ছেড়ে সুদূর সীমান্তে দেশ মাতৃকা এবং দেশবাসীর রক্ষার্থে নিজেদের নিয়োজিত থাকে। সীমান্ত এলাকায় অতর্কিতেই হামলা চালানো শত্রুর সামনে বীরের মত দাঁড়িয়ে পাল্টা আঘাত হানতে তারা সদা প্রস্তুত। এইভাবে সীমান্ত এলাকায় যুদ্ধ চলাকালীন নৌগাম ও পুঞ্চ এলাকায় পাকিস্তানের কাপুরুষোচিত আক্রমণের শিকার হল ভারতের তরুণ জওয়ান ভূপেন্দ্র চৌহান।
সম্মান জানান হয় মৃত সৈনিককে
জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের তরফ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক গুলির হামলায় মৃত শহীদ ভূপেন্দ্রর মরদেহ বুধবার সকাল ১০ টা বেজে ৮ মিনিটে তাাঁাঁরর গ্রামে নিয়ে আসা হয়। সাংসদ ধর্মবীর সিং, বিধায়ক সোমবীর সাংওয়ান, জেলা প্রশাসক শিবপ্রসাদ শর্মা এবং পুলিশ সুপার বলওয়ান সিং রানা সহ ৩২৭ মিডিয়াম আর্টিলারি রেজিমেন্টের মেজর প্রিন্স জয় ফার্নান্দিস শহীদকে সম্মান জানাতে এসেছিলেন। রাজকীয় সেনা সম্মানে শহীদের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
মুখাগ্নি করে ৭ মাসের ছেলে
শহীদের মৃত্যুতে ভেঙ্গে পড়ে গোটা গ্রাম। জোড়হাত করে গ্রামবাসী শেষ শ্রদ্ধা জানায় বীর শহীদকে। পরিবারের বড় ছেলের মৃত্যুতে ভূপেন্দ্রর স্ত্রী, ভাই ও বাবা সকলে শোকাহত হলেও, গর্বে বুক ভরে ওঠে তাঁদের। শহীদ ভূপেন্দ্রর মাত্র ৭ মাসের ছেলে তাঁর মুখাগ্নি করে।
সেনাবাহিনীতে যোগ দেবে শহীদের ভাইও
পুত্র বিয়োগে শহীদের পিতা জানিয়েছেন, সম্প্রতি মাসখানেকের ছুটিতে পরিবারের সাথে দেখা করতে বাড়িতে এসেছিল ভূপেন্দ্র। বিএ প্রথম বর্ষের ছাত্র থাকাকালীন ২০১৫ সালে ভারতীয় সেনায় যোগ দিয়ে বিগত ৩ বছর ধরে বারামুলা সেক্টরে মোতায়েন ছিলেন। দাদার মৃত্যুতে ভেঙে না পড়ে, শহীদের ছোট ভাইও ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে প্রস্তুত।