বাংলা হান্ট ডেস্ক: ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে পাকিস্তান (Pakistan)। জানা গিয়েছে, প্রবল বন্যায় সে দেশের বেলুচিস্তান কার্যত ভেসে গিয়েছে। যদিও, তার মাঝেই নতুন করে আরও এক চিন্তা বেড়েছে। খবর পাওয়া গিয়েছে যে, পাকিস্তানের লাসবেলায় প্রবল বন্যায় ত্রাণকার্যে নিয়োজিত থাকা সেনাবাহিনীর একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। পাশাপাশি, ওই হেলিকপ্টারটির ATC-র সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রসঙ্গে পাকিস্তানের DG ISPR-এর তরফে টুইট করে জানানো হয় যে, “বেলুচিস্তানের লাসবেলায় বন্যার ত্রাণকার্যে নিয়োজিত একটি পাকিস্তানি সামরিক হেলিকপ্টার ATC-র সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে।”
জানা গিয়েছে, ওই হেলিকপ্টারটিতে কোর কমান্ডারসহ মোট ৬ জন ছিলেন। তাঁরা সবাই বেলুচিস্তানে বন্যা ত্রাণের তৎপরতা পর্যবেক্ষণ করছিলেন। এদিকে, গতকাল গভীর রাত পর্যন্ত হেলিকপ্টারটির কোনো খোঁজ পাওয়া যায়নি। এই প্রসঙ্গে পাকিস্তানের এক পুলিশ অধিকারিক জানিয়েছেন, “খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটির অনুসন্ধানের কাজ বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সকালে ফের অনুসন্ধান শুরু হবে।”
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোয়েটা-ভিত্তিক কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী এবং ডিজি কোস্ট গার্ড সহ পাকিস্তান সেনাবাহিনীর পাঁচ আধিকারিক ওই হেলিকপ্টারে ছিলেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানের বেলুচিস্তানে প্রবল বন্যা দেখা দিয়েছে। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে সেখানে মোট ১২৭ জনের মৃত্যু হয়েছে। এমতাবস্থায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বন্যা কবলিত বেলুচিস্তান প্রদেশ পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও পুনর্বাসনের ক্ষেত্রে সব ধরণের সহায়তার আশ্বাস দেন। রবিবার পর্যন্ত পাকিস্তান জুড়ে প্রবল বৃষ্টিপাত এবং আকষ্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২০-তে পৌঁছেছে।
যদিও, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুচিস্তান প্রদেশ। শনিবার কোয়েটা সফরের পর প্রধানমন্ত্রী শরীফ বন্যায় নিহত এবং ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। মূলত, গত পাঁচ সপ্তাহ ধরে একটানা বৃষ্টি ও বন্যার কারণে পাকিস্তানের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন যে, ইতিমধ্যেই ১৩,০০০ বাড়ি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, পাকিস্তানের অন্যতম বড় শহর করাচিতেও গত পাঁচ সপ্তাহ ধরে চলা বৃষ্টিজনিত ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৭০ জন। এই প্রসঙ্গে Provincial Disaster Management Authority (PDMA) সূত্রে জানা গিয়েছে যে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রায় ৬০ জন এবং পাঞ্জাবে আরও ৫০ জনের মৃত্যু ঘটেছে। এমতাবস্থায়, পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস এবং পিডিএমএ-এর উদ্ধারকর্মীরা বেলুচিস্তানের সমস্ত বন্যা কবলিত অংশে উদ্ধার ও ত্রাণকার্য চালাচ্ছেন ।
A Pakistan army aviation helicopter which was on flood relief operations in Lasbela, Balochistan lost contact with ATC. 6 individuals were on board including Commander 12 Corps who was supervising flood relief operations in Balochistan. Search operation is underway.DTF
— DG ISPR (@OfficialDGISPR) August 1, 2022
পাশাপাশি, ইতিমধ্যেই বেলুচিস্তানের লাসবেলা ও ঝাল মাগাসি জেলায় আটকে পড়া কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও, কোয়েটা, পিশিন, জাফরাবাদ, খুজদার, কোহলু, বারখান জেলাগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বোপরি, প্রবল বন্যাজনিত কারণে রেলপথের বিভিন্ন অংশ ভেসে যাওয়ায় পাকিস্তান ও ইরানের মধ্যে রেল পরিষেবাও স্থগিত করা হয়েছে।