CSK-এর বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, BCCI-র কাছে এই দাবিতে সরব IPL ফ্রাঞ্চাইজি গুলি

বাংলা হান্ট ডেস্কঃ বিসিসিআইয়ের বেঁধে দেওয়া করোনা বিধিনিষেধ ঠিকঠাকভাবে পালন করা হয়নি, আর তার জেরেই করোনা আক্রান্ত হয়ে পড়েছেন চেন্নাই সুপার কিংস এর দুই ক্রিকেটার সহ মোট 13 জন সদস্য। আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংসের কয়েক জন নেট বোলারও। আর এই আতঙ্কের ফলে ব্যক্তিগত কারনের দোহাই দিয়ে এবারের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন আইপিএলে চেন্নাই দলের অন্যতম তারকা ক্রিকেটার সুরেশ রায়না। যদিও জানা গিয়েছে রায়নার এক নিকট আত্মীয়ের বাড়িতে ভয়াবহ দুষ্কৃতী হামলার কারণেই রায়না আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন।

তবে যাই হোক এই মুহূর্তে উভয় সংকটে পড়ে গিয়েছে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংস। আইপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি দলগুলি চেন্নাই এর দিকে আঙ্গুল তুলে দাবি করছে করোনা বিধিনিষেধ এর নিয়ম গুলি হালকা ভাবে নিয়েছিল চেন্নাই সুপার কিংস আর যার কারণে তাদের এই পরিণতি। অর্থাৎ আইপিএলের অন্যান্য দলগুলির তিরস্কারের মুখে পড়তে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে।

148434762f474ec972b9e34524c7def7cc511aa57ad7cf86f465648d0d57ede3d6341d37b 1

ইতিমধ্যে আইপিএলে বাকি ফ্র্যাঞ্চাইজি দল গুলি চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয় সেই ব্যাপারে বিসিসিআই কাছে আর্জি জানিয়েছে। কেন দুবাই যাওয়ার আগে চেন্নাইয়ে সাত দিনের প্রস্তুতি শিবির করেছিল চেন্নাই সুপার কিংস? সেই ব্যাপারেও জানতে চাওয়া হয়েছে চেন্নাই সুপার কিংস এর কাছে। যেখানে আইপিএল এর প্রত্যেকটি দল মুখে মাক্স পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখেছিল সেখানে চেন্নাই সুপার কিংসে কোন প্রকার করোনা নিয়ম মানা হয়নি। আর এই সকল নানান প্রশ্ন ছুড়ে দিয়ে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয় সেই ব্যাপারে বিসিসিআই- এর কাছে আর্জি জানিয়েছে বাকি ফ্রাঞ্চাইজি দল গুলি।


Udayan Biswas

সম্পর্কিত খবর