আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসর নেওয়া ধোনির জন্য বড়সড় বিদায়ী ম্যাচ করতে চাইছে BCCI

বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যা বেলায় হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির এইভাবে হঠাৎ করে ক্রিকেটকে বিদায় জানানোয় একেবারেই প্রস্তুত ছিলেন না ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তাই বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিদায়কে চিরস্মরণীয় করে রাখতে ধোনির বিদায়ী ম্যাচ আয়োজন করতে চাইছে বিসিসিআই।

এই প্রসঙ্গে এক বিসিসিআই কর্তা জানিয়েছেন আইপিএল এর মাঝেই আমরা এই ব্যাপারে ধোনির সঙ্গে কথা বলবো। ধোনি কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আর তাই ধোনির জন্য কোন প্রকার বিদায়ী ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। তবে ধোনির মতো একজন অধিনায়ক যিনি ভারতীয় ক্রিকেটকে এতকিছু দিয়েছেন তাকে বিদায় জানানোর জন্য বিশেষ কিছু আয়োজন করতে চাই বিসিসিআই।

69678024c34d130ac5b3c84921aeff4dcd98d1f66b8d12f623903267b3aa15b431951c6f

বিসিসিআই প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার পরে সৌরভ গাঙ্গুলী জানিয়ে ছিলেন আমি যতদিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে যুক্ত আছি ততদিন পর্যন্ত যে সমস্ত ভারতীয় ক্রিকেটারদের সম্মান প্রাপ্য তাদের যোগ্য সম্মানটুকু দেব। আর তাই প্রাপ্তন ভারত অধিনায়ক ধোনির জন্য একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে চাইছে বিসিসিআই। তবে এখন পুরোটাই নির্ভর করছে ধোনির উপর। একবার ক্রিকেটকে বিদায় জানানোর পর আন্তর্জাতিক জার্সি গায়ে কি ফের মাঠে নামবেন ধোনি? এখন সেটাই দেখার।


Udayan Biswas

সম্পর্কিত খবর