দাড়ির মধ্যে আছে এক বিশেষ গুণ, আপনাকে রাখবে সুস্থ এবং আকর্ষনীয়- মত বিশেষজ্ঞদের

বাংলাহান্ট ডেস্কঃ ফ্যাশানের (Fashion) জামানায় ছেলেদের অন্যতম একটি কমন ফ্যাশন হল গাল ভর্তি দাড়ি (Beard) রাখা। অনেকে দাড়ির সাথে সাথে মোছওয়ালা গোফ রাখতেও পছন্দ করেন। অভিনেতা (Actor) থেকে ক্রিকেটার (Cricketer) সবাই এখন দাড়ি নিয়ে পরিচর্যায় ব্যস্ত। সকলেই চায় নিজের দাড়ি রাখার স্টাইলটা (Style) যেন আর পাঁচ জনের থেকে আলাদা হয়। দাড়ির দৌড়ে সবাই চায় এগিয়ে থাকতে।

dari 22222
বিরাট কোহিল থেকে শুরু করে রণবীর সিং-এর দাড়ির স্টাইলে মুগ্ধ তাঁদের ভক্তরা। তবে এই দাড়ি রাখলেও কিন্তু আপনার শরীর, বিশেষত আপনার মুখ থাকবে অনেক সুরক্ষিত- এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। চর্মরোগ দূর করতে দাড়ি এক বিশেষ ভূমিকা পালন করে বলে তাঁর জানান।

অনেকসময় বাইরের ধুলো-বালি থেকে অনেক পুরুষের মুখে ব্রোনো উঠতে বা অ্যালার্জি বের হতে দেখা যায়। মুখকে যদি দাড়ি দিয়ে কিছুটা হলেও ঢেকে রাখা যায়, তাহলে এইধরনের অ্যালার্জি বা ব্রোনো কম বের হবে। নাক ও মুখ দিয়ে কম পরিমানে ধুলো-বালি শরীরে প্রবেশ করলে আপনি হাঁপানি থেকেও মুক্তি পাবেন।
যেমন ধরুন অনেক পুরুষের মুখে শেভিং করার পর একধরনের র্যা শ বের হয়। যার ফলে সেই ব্যক্তি মুখে জ্বালা অনুভব করেন। তবে আপনি যদি দাড়ি রাখেন, তাহলে আপনাকে বারবার সেভ করতে হবে না। আপনার মুখে শেভিং পরবর্তী কোন র‍্যাশ বের হওয়ার সম্ভাবনা কম থাকবে।

dari 111

অপরপক্ষে পুরুষের মুখ যদি দাড়ি দিয়ে ঢাকা থাকে, তাহলে গালে সূর্যের ক্ষতিকারক রশ্মি অথবা সেভ করার আগে ও পড়ে বিভিন্ন রকম ক্রীমের ব্যবহার মুখের ত্বকের ক্ষতি করতে পারে। যার ফলে আপনি ক্ষতিকারক রোগ স্কীন ক্যান্সার থেকেও দূরে থাকতে পারবেন।

এই বিষয়ে আবার মার্কিন চর্মরোগ বিশেষজ্ঞরা ডঃ অ্যাডাম ফ্রাইডম্যান বলেন, মুখের ত্বক দাড়ি দিয়ে ঢাকা থাকলে, সূর্যের আলোর মারাত্মক ক্ষতিকর প্রভাব গালে কম লাগবে। যার ফলে আপনার মুখের ত্বকে বয়স বৃদ্ধির ছাপ, বলিরেখা ইত্যাদি অনেক দেরীতে দেখা দেবে। এবং আপনাকে অনেক বেশি বয়স পর্যন্ত কম বয়সী এবং ইয়ং দেখাবে। সুতরাং নিজেকে সুস্থ এবং আকর্ষনীয় করে তুলতে দাড়ি রাখা বাঞ্ছনীয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর