বাংলা হান্ট ডেস্ক: বহু বিতর্কের পর মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত ‘‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) সিনেমাটি। এই সিনেমাটি প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। এমনকি বাংলা ছবি মুক্তি করার জন্য অনেক কাঠ-খড় পুড়িয়ে কোন সুরাহাই হয়নি। বরং প্রথম দিন আশানরূপ ফল করতে পারল না বহু বিতর্কিত এই ছবিটি। সারা ভারত থেকে মাত্র ১.৭৫ কোটি টাকা আয় করেছে।
প্রথম দিন বক্স অফিসে কত আয় করল ‘দ্য বেঙ্গল ফাইলস’? (The Bengal Files)
‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) ছবিটি প্রথম থেকে চর্চায় ছিল। পাশাপাশি এই সিনেমাটাকে কেন্দ্র করে বহু বিতর্কে সৃষ্টি হয়েছিল। এমনকি এই ছবিটি বাংলায় রিলিজ করার জন্য অভিনেত্রী সহ প্রযোজক পল্লবী যোশী মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার বসার অনুরোধ করেছিলেন। কিন্তু সেখানে সেই অনুরোধ রাখা হয়নি। বরং এক্স হেন্ডালে একটি ভিডিও বার্তায় পরিচালক মমতা বন্দ্যোপাধ্যায় কে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন সিনেমা দেখলে স্যালুট করবেন। তবে সিনেমা রিলিজ হওয়ার পর প্রথম দিনই অন্য কথা বলছে। প্রথম দিন আশানুরূপ ফল করতে পারল না। জানা যায় প্রথম দিন সারা ভারত থেকে এই ছবিটি মোট ১.৭৫ কোটি টাকা ইনকাম করেছে।
আরও পড়ুন: পুজোর আগে ঘুরতে চাইলে চলে যান দক্ষিণবঙ্গের ‘পহেলগাম’-এ, জানুন ঠিকানা…
এমনকি, বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত দ্য কাশ্মীর পাইলসের সঙ্গে তুলনা করা হয়েছে এই ছবিটির। এছাড়াও এখানে পারফরম্যান্স অত্যন্তই হতাশজনক। যদিও ২০২২ সালে দা কাশ্মীর ফাইলস সিনেমাটি রিলিজ করার পর প্রথম দিনের ঝুলিতে এসেছিল ৩.৫৫ কোটি টাকা। এবং পরে তা ব্লকবাস্টার হিট ছবিতে পরিণত হয়।কিন্তু, দ্য বেঙ্গল ফাইল সিনেমাটি ট্রিলজি শেষ অধ্যায়। এই ছবিতে অভিনয় করেছেন, অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী এবং দর্শন কুমারের মতো প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীরা। একই দিনে মুক্তি পাওয়া অন্যান্য ছবির সঙ্গে তুলনায় ‘দ্য বেঙ্গল ফাইলস’ আরও পিছিয়ে পড়েছে।
প্রসঙ্গত, একইসঙ্গে সোনু সুদ পরিচালিত প্রথম ছবি ‘ফতেহ’ প্রথম দিনে আয় করেছে ২.৪৫ কোটি টাকা। অন্যদিকে হিমেশ রেশমিয়ার ‘মেটা-স্পুফ ব্যাডাস রাভিকুমার’-এর ঝুলিতে এসেছে ২.৭৫ কোটি টাকা। অনুপম খের পরিচালিত ও অভিনীত ‘তনভি দ্য গ্রেট’ প্রথম দিনে মাত্র ৪০ লক্ষ আয় করেছিল। অন্যদিকে ‘সুপারবয়েজ অব মালেগাঁও’ ৫০ লক্ষ, ‘লভেয়াপা’ ১.১৫ কোটি টাকা। আয়ের বিচারে এই ছবিগুলি তুলনায় আপাততভাবে এগিয়ে রয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’।
তবে বড় বাজেটের মুক্তিপ্রাপ্ত অন্যান্য ছবির সঙ্গে কঠিন প্রতিযোগিতায় শামিল হয়ে একেবারে মুখ থুবড়ে পড়েছে পরিচালক বিবেকের ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। আর প্রথম দিনের বক্স অফিসে মুখ থুবরে পড়া নিয়ে আবার চর্চার মুখে পড়তে চলেছে এই সিনেমাটি।