বাংলাহান্ট ডেস্ক : বলিউডে এই মুহূর্তে চর্চায় রয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। ট্রেলার মুক্তির আগে থেকেই বিতর্কের শীর্ষে রয়েছে এই ছবি। সম্প্রতি কলকাতায় ছবির ট্রেলার মুক্তির দিনও বেঁধেছিল গণ্ডগোল। শহরের পাঁচতারা হোটেলে ট্রেলার দেখানোয় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরিচালক বিবেক অগ্নিহোত্রী আগেই অভিযোগ করেছিলেন, প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। এবার বিপাকে পড়ল তাঁর আসন্ন ছবিও।
পিছিয়ে গিয়েছে দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) এর মুক্তি
সেন্সরের দুর্বিপাকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। খাস বাংলায় ছবিটির ট্রেলার প্রদর্শনীতে বাধাদানের অভিযোগ উঠেছে। এবার জানা গেল, শুধু এ দেশে নয়, বিদেশেও সেন্সরের চোখরাঙানির মুখে পড়তে হয়েছে দ্য বেঙ্গল ফাইলসকে (The Bengal Files)। এর জেরেই ছবি মুক্তি পিছিয়ে গিয়েছে বলে খবর।
কী জানিয়েছে প্রযোজনা সংস্থা: আজ বাদে কাল মুক্তি পেতে চলেছে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। ৫ ই সেপ্টেম্বর, শুক্রবার দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির। কিন্তু বিদেশে একাধিক জায়গায় প্রশ্নের মুখে পড়েছে দ্য বেঙ্গল ম্প এর মুক্তি। সম্প্রতি এ বিষয়ে মুখ খোলে প্রযোজনা সংস্থা। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলা হয়েছে, মরিশাসে এখনও পর্যন্ত মেলেনি সেন্সরের ছাড়পত্র। তাই আপাতত সেখানে মুক্তি পাচ্ছে না দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files)। যদিও খুব শীঘ্রই মরিশাসে ছবি মুক্তির দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছেন ছবি নির্মাতারা।
আরও পড়ুন : ইলিশ খেতে ভালোবাসেন, কিন্তু কাটতে জানেন না? দক্ষ মাছ বিক্রেতার মতোই টেকনিক শেখালেন অপরাজিতা
একাধিক জায়গায় সেন্সরের সমস্যা: জানা যাচ্ছে, শুধু মরিশাস নয়, সিঙ্গাপুর, আরব আমিরশাহী, মালয়েশিয়া, হংকংয়ের সেন্সর বোর্ডও এখন দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) মুক্তির ছাড়পত্র দেয়নি। মূলত রাজনৈতিক এবং সামাজিক বিষয়ক ছবির ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে দেশগুলিতে কড়াকড়ি রয়েছে বলে জানা গিয়েছে। তাই সেন্সরের ছাড়পত্র পেতে পোড়াতে হয় যথেষ্ট কাঠখড়।
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় পরিচয়, শৌচালয়ে ধর্ষণ মহিলাকে! গ্রেফতার জনপ্রিয় সিরিয়াল অভিনেতা
প্রসঙ্গত, দ্য বেঙ্গল ফাইলস ছবিটি আগে নাম রাখা হয়েছিল ‘দিল্লি ফাইলস’। পরে পরিবর্তন করা হয় নাম। আগামীকাল ৫ ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। দ্য বেঙ্গল ফাইলসে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস, দর্শন কুমারের মতো অভিনেতারা।