গম্ভীর নন, IPL-র সবথেকে সেরা কোচ নিচ্ছেন টিম ইন্ডিয়ার দায়িত্ব, ফাঁস হল নাম

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে চলছে ক্রিকেটের অন্যতম মেগা টুর্নামেন্ট IPL (Indian Premier League)। পাশাপাশি, কিছুদিন পরেই শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। এমতাবস্থায়, ক্রিকেট অনুরাগীদের কাছে এই সময়টা বেশ আকর্ষণীয়। যদিও, ঠিক এই আবহেই ভারতীয় দলের (India National Cricket Team) প্রসঙ্গে সর্বত্র তুমুল আলোচনা শুরু হয়েছে। এর কারণ হল, গত সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড তথা BCCI (Board of Control for Cricket in India) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

যেখানে জানানো হয়েছে যে, ভারতীয় ক্রিকেট দলের জন্য এবার প্রধান কোচ নিয়োগ করা হবে। শুধু তাই নয়, আগামী ১ জুলাই থেকে নতুন কোচ দায়িত্বে বহাল হবেন বলেও জানা গিয়েছে। মূলত, T20 বিশ্বকাপ থাকার কারণেই কোচ নিয়োগের সময়কাল পিছিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে T20 বিশ্বকাপে।

   

The best coach of IPL is taking charge of Team India.

যার ফলে, আগামী মাস অর্থাৎ জুন পর্যন্তই ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন রাহুল দ্রাবিড়। এদিকে, প্রাপ্ত খবর অনুযায়ী জানা গিয়েছে যে রাহুলের কোচ হিসেবে মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা আপাতত নেই। আর সেই কারণেই খোঁজ চলছে পরবর্তী কোচের। পাশাপাশি, রাহুলের পরে যিনি কোচ হিসেবে নিযুক্ত হবেন তাঁর মেয়াদ হবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: IMF-এর চালে ফেঁসে গেল পাকিস্তান! উপায় না পেয়ে সমস্ত সরকারি কোম্পানি বিক্রির পথে শরীফ

এমতাবস্থায়, ২০২৭-এ সম্পন্ন হতে চলা পরবর্তী বিশ্বকাপেও তিনিই কোচ থাকবেন। এদিকে, স্বাভাবিকভাবেই ভারতীয় দলের নতুন কোচ কে হবেন তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি, খবর মিলেছে যে এবার বিদেশি কোচও দায়িত্ব নিতে পারেন। এদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে ভারতীয় দলের কোচের জন্য BCCI-এর শীর্ষ আধিকারিকরা স্টিফেন ফ্লেমিংয়ের সাথে আলোচনা চালাচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, নিউজিল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার IPL-এ চেন্নাই সুপার কিংসের দীর্ঘ সময়ের জন্য কোচ ছিলেন।

আরও পড়ুন: “আমার মতো ভালোবাসা কেউ পায়নি”, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে আবেগে ভাসলেন সুনীল ছেত্রী

এদিকে, এটাও শোনা গিয়েছিল যে ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরের পাশাপাশি অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় জাস্টিন ল্যাঙ্গারের নাম বিবেচনা করা হচ্ছে। যদিও, আপাতত তাঁদের প্রসঙ্গে তেমন কোনো আশা দেখা যাচ্ছে না। পাশাপাশি, ওই রিপোর্টে এটাও বলা হয়েছে যে, ভারতীয় দলের নতুন কোচকে বছরের অন্তত ১০ মাস ক্রিকেট দলের সাথেই থাকতে হবে। এমতাবস্থায়, কোচের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২৭ মে। এদিকে, অনেকেই মনে করছেন, সামগ্রিকভাবে ভারতীয় দলে এই সময়টাতে বড় পরিবর্তন আসছে। কারণ, সিনিয়র প্লেয়ারদের পরিবর্তে দলে যুক্ত হচ্ছেন একাধিক তরুণ খেলোয়াড়। আর এই বিষয়টি মাথায় রেখেই স্টিফেন ফ্লেমিং একজন আদর্শ কোচ হয়ে উঠতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর